প্রধানমন্ত্রী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ উদ্বোধন করবেন আজ
নিউজ ডেস্ক
কুড়িগ্রাম এক্সপ্রেস। ছবি: সংগৃহীত
কুড়িগ্রাম-ঢাকা রুটে চালু হচ্ছে আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’। আজ বুধবার সকাল ১১টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটি উদ্বোধন করবেন। রংপুর ও কুড়িগ্রামের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী সেই দাবি বাস্তবায়ন করছেন।
আরে এরইমধ্যে রংপুর ও কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আজ।
সর্বশেষ ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুড়িগ্রাম সফরে কুড়িগ্রাম-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেন চালুর দাবি জানায় জেলার মানুষ। তাদের দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রীও। অবশেষে সত্যি হচ্ছে উত্তরাঞ্চলের এ জেলার লাখো মানুষের স্বপ্ন।
কুড়িগ্রাম রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায় জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের উদ্যোগ নিয়েছেন। আমরা অনেক আনন্দিত।
কুড়িগ্রামের স্টেশনের মাস্টার কবিল উদ্দিন জানান, স্বাধীনতার পর থেকে এ জেলায় রমনা মেইল নামে কুড়িগ্রাম থেকে পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেন চলাচল করছে। আন্তঃনগর সেবা পেতে এখানকার মানুষকে যেতে হত রংপুরে। এখন নিজ জেলা থেকেই এ সেবা পাবে কুড়িগ্রাবাসী।
তিনি জানান, আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রাম থেকে সকাল ৭টা ২০মিনিটে ছাড়বে। এরপর রংপুর, বদরগঞ্জ, পার্বতীপুর, জয়পুরহাট, শান্তাহার, মাদনগর, বিমানবন্দর হয়ে রাজধানীর কমলাপুর স্টেশনে পৌঁছবে। আবার রাত ৮টা ৪৫মিনিটে কমলাপুর থেকে একই রুটে কুড়িগ্রাম পৌঁছবে।
স্টেশন মাস্টার আরো জানান, ট্রেনটি বুধবার ছাড়া সপ্তাহে ছয়দিন চলবে। এতে ছয়শ আসন থাকবে। এরমধ্যে কুড়িগ্রামের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ১৪৪টি। টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে শোভন চেয়ার ৫১০ টাকা, এসি চেয়ার ৯৭২ টাকা, এসি সিট এক হাজার ১৬৮ টাকা।
কুড়িগ্রাম ডিসি সুলতানা পারভীন বলেন, আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের উদ্বোধন উপলক্ষে আমরা সব প্রস্তুতি নিয়েছি। এরই মধ্যে ট্রেনটি কুড়িগ্রাম স্টেশনে পৌঁছেছে। ১৭ অক্টোবর থেকে কুড়িগ্রাম-ঢাকা রুটে বাণিজ্যিকভাবে চলবে ট্রেনটি।
নিউজওয়ান২৪.কম/এমজেড
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

আর্মেনিয়াকে ৯ গোলে উড়িয়ে বিশ্বকাপে পর্তুগাল
দেশের সর্বোচ্চ উঁচু পতাকাস্ট্যান্ডে উড়ল লাল-সবুজের পতাকা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
বরিশালে দফায় দফায় সংঘর্ষ, অর্ধশতাধিক বাস ভাঙচুর