ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৫
সর্বশেষ:

প্রথম পর্বের আখেরি মোনাজাত আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৬, ১৬ ফেব্রুয়ারি ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আজ। যোহর নামাজের আগে লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে ইজতেমা মাঠে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। সূর্য ওঠার আগেই বিভিন্ন স্থান থেকে দলে দলে আসতে থাকেন মুসল্লিরা। 

ভোর থেকেই ইজতেমামুখী সব রুটে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। আখেরি মোনাজাতের জন্য অন্য দিনের চেয়ে দ্বিগুণ সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এরই মধ্যে শেষ হয়েছে আখেরি মোনাজাতের সব আয়োজন। যোহরের নামাজের আগে এই মাঠে হবে প্রথম পর্বের আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করবেন তাবলীগ জামাতের দিল্লী মারকাসের সূরা সদস্য মওলানা মোহাম্মদ ইব্রাহীম দেওনা।

মোনাজাতে অংশ নেয়া এবং মোনাজাত শেষে ফিরে যাওয়ার বিশেষ ট্রেন ও বাসের ব্যবস্থা  করেছে বাংলাদেশ রেলওয়ে এবং বিআরটিসি।

নিউজওয়ান২৪/ইরু

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত