ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৫
সর্বশেষ:

এপ্রিলে চক্রাকার বাস সার্ভিস চালু : ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:২৫, ১৮ মার্চ ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন, আগামী এপ্রিলে উত্তরা, ধানমণ্ডি ও মতিঝিলে চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে। ট্রাফিক আইন ভঙ্গকারী যত ক্ষমতাবানই হোন না কেনো তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার সোনারগাও হোটেল মোড়ে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ উদ্বোধনে এ সব কথা বলেন তিনি।

রাজধানীতে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধকরণ ও ট্রাফিক শৃঙ্খলার উন্নতির জন্য এ ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত।
 
তিনি বলেন, সিটি কর্পোরেশন ও বিআরটিএ’র সঙ্গে আমাদের কথা হয়েছে। বিআরটিএ বাসগুলো চালু করবে। এই চক্রাকার বাস চালু হলে যানজট কিছুটা কমে আসবে। কারণ, তখন মতিঝিলের বাস উত্তরা বা ধানমন্ডি যাবে না।

আসাদুজ্জামান মিয়া আরো বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় যেসব ফুটপাতে অবৈধ দোকান রয়েছে, তা উচ্ছেদ করা হচ্ছে।

নিউজওয়ান২৪/আ.রাফি

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত