ঢাকা, ০৮ সেপ্টেম্বর, ২০২৪
সর্বশেষ:

আরো ৪৪ দেশে দ্বৈত নাগরিকত্ব নিতে পারবে বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪১, ২৭ ফেব্রুয়ারি ২০২৩  

ফাইল ফটো

ফাইল ফটো


বাংলাদেশিদের নতুন করে আরো ৪৪টি দেশে দ্বৈত নাগরিকত্ব নেওয়ার সুযোগ দিচ্ছে সরকার।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত এসআরও জারির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, এতদিন ইউরোপের সব দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াসহ ৫৭টি দেশের নাগরিকত্বপ্রাপ্ত বাংলাদেশিরা দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করতে পারতেন। বিশ্বের অন্যান্য দেশে বসবাসকারী নাগরিকত্বপ্রাপ্ত বাংলাদেশিরা তাদের নাগরিকত্ব বহাল রাখতে চান। এ জন্য আরও ৪৪টি দেশে বসবাসকারী নাগরিকত্বপ্রাপ্ত বাংলাদেশিদের দ্বৈত নাগরিকত্ব নেওয়ার বিষয়টি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে এখন মোট ১০১টি দেশে বসবাসকারী বাংলাদেশিরা দ্বৈত নাগরিকত্ব নিতে পারবেন।

নতুন ৪৪টি দেশের মধ্যে আফ্রিকা মহাদেশের ১৯টি, দক্ষিণ আমেরিকার ১২টি, ক্যারেবিয়ান অঞ্চলের ১২টি এবং ওশেনিয়ার একটি দেশ রয়েছে। এর মধ্যে মিসর, কেনিয়া, ব্রাজিল, কলম্বিয়া, আর্জেন্টিনা, কিউবা এবং হাইতি উল্লেখযোগ্য।

নিউজওয়ান২৪.কম/আরএডব্লিউ 

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত