ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

রিতা: অপেক্ষা করি আর কারও সাফল্য মেরে খাওয়ার জন্য!

রুম্পা সাইয়েদা টাইগার জামান

প্রকাশিত: ০০:৩৪, ২৪ আগস্ট ২০১৬   আপডেট: ২১:৩০, ২৯ জানুয়ারি ২০১৭

বাংলাদেশে বেড়াতে এসে বাবা-মার সঙ্গে শিশু রিতা   -ফাইল ফটো

বাংলাদেশে বেড়াতে এসে বাবা-মার সঙ্গে শিশু রিতা -ফাইল ফটো

রিতা কার- কে রিতার? এ নিয়ে বেশ কাউ কাউ চলছে দেখা যায়!

একটা মেয়ে গোল্ড জিতে নিল, আর তার গুষ্টির জের ধরে ‘দেশি’ বানিয়ে সে কী উল্লাস আমাদের!
তাকে দেশি বানানোর এই ধান্দায় আমার আপত্তি নেই। আপত্তি যত, পরের ধানে মই দেওয়া নিয়ে।

আমাদের দেশের যারা অলিম্পিকে অংশ নিয়েছেন- সবার নাম আমরা কজন জানি? তাদের যথার্থ প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে কতটুকু আগ্রহ কর্তৃপক্ষের?

সবচেয়ে বড় কথা হলো, যাকে দেশি বানিয়ে উপরের মাখনটুকু সটকাতে চাচ্ছেন, তিনি যদি দেশে থাকতেন তাহলে কি অলিম্পিকে গোল্ড জেতার মতো উপযুক্ত হতেন?

রিতা তার পূর্বপুরুষকে স্মরণ করেছে এটা তার বড় মনের পরিচয়।

কিছু স্বর্নমৎস তো বর্তমান পুরুষকেও মনে রাখে না। মনে আছে মাবিয়ার কথা? যে মেয়েটি এসএ গেমসে স্বর্ণ জিতেছিল? তাকে সম্মান জানাতে কেউ বর্ডারে পৌঁছায়নি। মেয়েটি চুপচাপ অভিমান নিয়ে কলোনির বাসাতে চলে গেছে। যে দেশের ভাঙ্গা রাস্তা দিয়ে এক্কা দোক্কা খেলে পার হয়ে রোজ প্র্যাকটিসে যেত, তাকে সম্মান জানাতে ইচ্ছে হয়নি। রেডিমেড সাফল্যর স্বাদ নিতে সদা প্রস্তুত, তাই না? মাবিয়া কেন তবে দেশের জন্য খেলবে? একটা সরকারি ফ্ল্যাট, না হয় একটা গাড়ি, এরপর দিব্যি সংসার করে জীবন কাটিয়ে দিক। যে দেশ তাকে সম্মান করে না সে দেশের মানুষের জন্য সে কেন ওই কলোনীর হাজারো গরম চোখ উপেক্ষা করে খেলার মাঠে আসবে?

আমরা না হয় অপেক্ষা করি আর কারও সাফল্য মেরে খাওয়ার জন্য!

রিতার সাফল্য রাশিয়ার। মাবিয়ারা আমাদের। এখন সময় আমাদের দিকে নজর দেওয়ার...

লেখক: সংবাদকর্মী, লেখক

নিউজওয়ান২৪.কম/একে

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত