ঢাকা, ১০ মে, ২০২৫
সর্বশেষ:

৬ মাসে ২০ বার বাড়ি পালানো মেয়ে থানায় এসে বললো...

ইত্যাদি ডেস্ক

প্রকাশিত: ২০:৩৬, ২৮ সেপ্টেম্বর ২০১৬   আপডেট: ১৫:০৬, ১২ অক্টোবর ২০১৬

ছয় মাসে ২০ বার বাড়ি থেকে পালিয়েছে। প্রতিবার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে খুঁজে বের করে বাড়ি পৌঁছে দেয়।

তবে শেষবার হারানোর পর সে নিজেই থানায় এসে হাজির। থানাবাসী পুলিশদের চমক সামলানোর সুযোগ না দিয়ে সে জানায়- এখন সে প্রাপ্ত বয়স্ক (১৮ বছর পূর্ণ হছে)- তাই তার ভালমন্দ সে নিজেই দেখার মতো আইনগত অধিকার লাভ করেছে। একইসঙ্গে তর জীবন যাপনে অন্য যেন এখন থেকে আর বাগড়া না দেয়।

চমক জাগানো এ ঘটনা ঘটেছে ভারতের আহমেদাবাদের মনিনগর থানা এলাকায়।

পুলিশ জানায়, পুরো ঘটনার শুরু ছয় মাস আগে যখন মেয়েটি প্রথমমবার বাড়ি থেকে পালায়। তখন সে অপ্রাপ্ত বয়স্ক ছিল জানিয়ে অভিভাবকরা থানায় অভিযোগ করে এবং জানায় স্থানীয় এক ছেলের সঙ্গে সে পালিয়ে গেছে। তবে কোর্ট-কাচারির চক্কর খাওয়া থেকে বাঁচতে এ বিষয়ে কোনো অভিযোগ দায়ের করেনি তারা। পুলিশও ভালমানুষি দেখিয়ে মেয়েটির খোঁজখবর শুরু করে এবং তিন দিন পর তাকে খুঁজে পায়। উদ্ধারের পর মেয়েটি জানায়, সে স্বেচ্ছায় ঘর ছেড়েছিল।

এর দিন পনের পর একই ঘটনা ঘটায় সে। এভাবে ঘর পালানো এবং উদ্ধার করে নিয়ে আসার অবিশ্বাস্য ঘটনা ঘটে ছয় মাসে ২০ বার।

থানা সূত্র জানায়, এমন ঘটনায় পুলিশও ত্যক্ত-বিরক্ত অবস্থায় পৌঁছে। তারাও নাকি সেই দিনটির অপেক্ষায় ছিল যেদিন মেয়েটি প্রাপ্ত বয়স্ক হবে যার সূত্রে পরিবারের কেউ আর এসে বতে পারবে না- আমাদের নাবালিকা সন্তানকে খুঁজে দাও।এনবিটি

নিউজওয়ান২৪.কম/একে

ইত্যাদি বিভাগের সর্বাধিক পঠিত