ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫
সর্বশেষ:

আহ! কাকের বাসা

সাইফুদ্দিন আহমেদ নান্নু, সাংবাদিক

প্রকাশিত: ১২:০৭, ১২ এপ্রিল ২০১৬   আপডেট: ১৪:১৩, ২৩ এপ্রিল ২০১৬

পাখির বাসা। আমার ধারণা এটি কাকের বাসা। কত বিচিত্র উপকরণ দিয়ে বোনা হয়েছে এই বাসা। বাসাটিকে অক্ষত অবস্থায় পর্যবেক্ষণ করে তামার তার, বেড়া বাঁধার তার, হরেক পদের গাছের ডাল, প্লাস্টিক, নাইলনের সুতা, মাথার চুল, নারকেলের আঁশ, সেফটি পিন, স্ক্রুসহ কম করে ১৭ পদের উপকরণ দেখেছি। প্রকৃত সংখ্যাটি হয়তো আরও বেশি।

পাখির বাসাটি আমার লেবু বাগানে পড়েছিল। ঝড়ের পরের দিন খুঁজে পেয়েছি।

লেখক: মানিকগঞ্জ নিবাসী বিশিষ্ট সাংবাদিক

নিউজওয়ার২৪.কম/একে

ইত্যাদি বিভাগের সর্বাধিক পঠিত