ঢাকা, ২০ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

‘তারাই আসলে আমাদের আতিথেয়তার যোগ্য’

সাতরং ডেস্ক

প্রকাশিত: ১২:৪২, ৮ জানুয়ারি ২০২৩  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি


এক লোক একটা আস্ত বড় খাসি গ্রিল করে তার মেয়েকে বললেন– ‘আমাদের আত্মীয়স্বজন,পাড়াপ্রতিবেশী আর প্রিয়জনদের ভোজের জন্য ডেকে নিয়ে এসো।’

মেয়ে রাস্তায় গিয়ে চিৎকার করতে থাকলো– ‘আমাদের বাসায় আগুন লেগেছে। আপনারা আগুন নিভাতে সাহায্য করুন।’

কিছুক্ষণ পরে অল্প কিছু সংখ্যক মানুষ সাহায্যের জন্য এগিয়ে আসলো। বাকিরা এমন ভাব করলো যেনো তারা কিছু শুনতেই পায়নি! যারা আসলেন তারা পেট পুরে মজাদার সেই খাবার খেলেন। 

মেয়েটির বাবা খুব আশ্চর্য্য হয়ে মেয়েকে জিজ্ঞেস করলেন– ‘এই যে অল্প সংখ্যক মানুষ যারা এসেছেন তাদেরকে প্রায় কাউকেই আমি চিনি না এবং অনেককেই কখনোও দেখিনি। আমাদের আপনজনরা সব কোথায়?’

মেয়েটি উত্তর দিলো– ‘এই যে যারা এসেছেন, তারা কিন্তু খাবার খেতে আসেননি। বরং এসেছেন আমাদের বাসায় আগুন নিভানোর কাজে সাহায্য করতে। তারাই আসলে আমাদের আতিথেয়তার যোগ্য।’ 

নীতিবাক্য: যারা তোমার বিপদের সময় তোমার পাশে থাকেনি, তারা তোমার আনন্দের অংশীদারী হওয়ার যোগ্যতাও রাখে না।

(ফেসবুক থেকে সংগৃহীত)

নিউজওয়ান২৪.কম/আরএডব্লিউ

ইত্যাদি বিভাগের সর্বাধিক পঠিত