ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

সবচেয়ে প্রাচীন আস্ত জাহাজের খোঁজ, জানেন কতশ’ বছর আগের?

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:২৩, ২৩ অক্টোবর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কৃষ্ণ সাগরে ডুবে যাওয়া একটি জাহাজের খোঁজ পাওয়া গেছে। এটিকে ধ্বংসাবশেষ বললে ভুল হবে কারণ প্রায় আস্ত অবস্থায়ই এর সন্ধান মিলেছে।

গবেষকরা জানিয়েছেন, এটি ২৪০০ বছরের পুরনো। যা এখন পর্যন্ত সবচেয়ে প্রাচীন আস্ত জাহাজ। প্রায় ৭৫ ফুটের এই জাহাজটি গ্রিসের। যা সমুদ্রের এতটাই গভীরে ছিল যে এখানে অক্সিজেনও পৌঁছাতে পারেনি। তাই জাহাজটিতে মরিচা ধরেছে কম।

কৃষ্ণ সাগরের মেরিটাইম আর্কিওলজি প্রজেক্টের সদস্যরা জানিয়েছেন, প্রাচীন পৃথিবীতে জাহাজ নির্মাণ ও জাহাজ পানিতে ভাসানোর পদ্ধতি নিয়ে অনেক নতুন তথ্য উঠে আসবে এই উদ্ধারকাজের পর।

এর বয়স বের করার জন্য জাহাজের একটি সামান্য অংশ নিয়ে কার্বন ডেটিং করা হয়। দাবি করা হচ্ছে এটিই প্রাচীনতম প্রায় আস্ত জাহাজের অংশ।

ব্ল্যাক সি মেরিটাইম আর্কিওলজিক্যাল প্রজেক্ট লন্ডনে একটি সম্মেলন করে এই জাহাজ সংক্রান্ত তথ্য শ্রীঘই প্রকাশ করতে চলেছে।

আন্তর্জাতিক মেরিটাইম আর্কিওলজিক্যাল প্রজেক্টের বিজ্ঞানী, গবেষক, প্রত্নতত্ত্ববিদ ও সার্ভেয়াররা প্রায় তিন বছর ধরে বিভিন্ন অভিযানে প্রায় ৬০টি জাহাজের অংশ খুঁজে পেয়েছেন যাতে প্রায় ১৪০ কোটি টাকা খরচ হযেছে।

এটি যে বাণিজ্য জাহাজ এতে কোনো সন্দেহ নেই বলে মনে করছেন বিজ্ঞানীরা। জাহাজ থেকে পাওয়া কিছু জিনিসপত্র গতকালই ব্রিটিশ মিউজিয়ামে প্রদর্শনীতে রাখা হয়েছে।

মজার ব্যাপার হলো ব্রিটিশ মিউজিয়ামে আগে থেকেই রাখা ছিল প্রাচীন গ্রিসের একটি পট। তাতে যে জাহাজটি রয়েছে, তার সঙ্গে নাকি এর মিল আছে বললেন প্রত্নতত্ত্ববিদরা।

গবেষকরা আরো বলছেন, ১৭০০ শতকের রোমান বাণিজ্য জাহাজের সঙ্গে পাল্লা দিয়ে ছুটত এটি।

এমন কি গ্রিক কবি হোমারের মহাকাব্য ওডিসির বর্ণনায় যে ওডেসিয়াসের (যাকে ইউলিসিসও বলা হয়) কথা রয়েছে, তিনি যে জাহাজে গিয়েছিলেন, সেই জাহাজের বর্ণনার সঙ্গে নাকি পুরোপুরি মিলে গিয়েছে এই জাহাজের কিছু অংশের ছবি।

নিউজওয়ান২৪/এমএস

ইত্যাদি বিভাগের সর্বাধিক পঠিত