ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

শ্বশুরের চুমুতে যা করলেন কনে...

ইত্যাদি ডেস্ক

প্রকাশিত: ১২:২০, ১৬ জানুয়ারি ২০২০  

ফাইল ফটো

ফাইল ফটো

মঞ্চের একপাশে বসে কনে, তারই পাশে আদরের বোন। অর্ধেক বিয়ে হয়ে গিয়েছে, বাকি কেবল সাত পাকে বাঁধা।  

শ্বশুরবাড়ির লোকজন এসে নববধূকে আশীর্বাদ করে যাচ্ছেন। একই ভাবে হবু শ্বশুর মশাইও সেখানে এলেন। আর্শীবাদ করার পরেই হবু পুত্রবধুর কপালে উষ্ণ চুম্বন দিয়ে বসলেন। পাশাপাশি তার বোনকেও একটি চুমু দিলেন। ব্যস আর যায় কোথায়, রাগে অগ্নিশর্মা হয়ে বিয়ের আসর থেকে উঠে গেলেন কনে, সাফ জানিয়েদিলেন এ বিয়ে তিনি করছেন না। 

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের কানপুরের ফাররুখাবাদের।

সংবাদমাধ্যমের খবর, নাগলা খাইরবান্দা গ্রামের বাসিন্দা পরমেশ্বরী দয়ালের মেয়ে রুচির সঙ্গে ইতাহের বাসিন্দা বাবুরামের ছেলে রাজেশের বিয়ে ঠিক হয়৷। বিয়ের প্রায় শেষ মুহুর্তে অতিরিক্ত উচ্ছাসে নববধূ রুচি ও তার বোন অনিতাকে চুমু খান বাবুরাম। এই কারণে বিয়েতে অস্বীকার করে রুচি। এমনকি বরযাত্রীদেরও ফিরে যেতে বলেন তিনি। বাবুরাম তার কাছে ক্ষমতা চাইলেও মন গলেনি তার। ঘটনা যায় পুলিশের কানেও।

এই বিষয়ে রুচির ভাই ব্রিজেশ জানিয়েছেন, বিয়ে বাবদ প্রায় ২৭ হাজার টাকা ফেরৎ দেয়ার আশ্বাস দিলে বরযাত্রীরা ফিরে যেতে রাজি হয়।

অন্যদিকে, কোতয়ালি থানার আধিকারিক আরপি যাদব জানিয়েছেন, বরের বাড়ি থেকে কনেকে দেয়া সমস্ত অর্থ ও উপহার ফেরত দেয়া হয় ও উভয় পক্ষের সমঝোতায় সমস্যার সমাধান হয়।

নিউজওযান২৪.কম/এমজেড
 

ইত্যাদি বিভাগের সর্বাধিক পঠিত