ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

রাজধানীতে এসি বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪

প্রকাশিত: ১০:২৬, ৫ আগস্ট ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

রাজধানীর কাঁঠালবাগানে একটি বাসায় এসির বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। সোমবার (৫ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটে। 

দগ্ধ অবস্থায় তাদের সকলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণে দগ্ধরা হলেন- মনিরুজ্জামান লিটন (৩৮), তার স্ত্রী টুম্পা আক্তার (৩০), মেয়ে লাইবা (৭), ও লিবান (৮ মাস)।

প্রতিবেশী জানান, লিটন একজন জাদুশিল্পী। চারতলা বাসার দ্বিতীয় তলায় ওই পরিবার থাকে। ভোরে একটি শব্দ হয়। পরে তাদের রুম থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ভেতরে গিয়ে চারজনকে দগ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের দ্রুত ঢামেক বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়।

মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রায়হানুল আশরাফ বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে কোনো আগুন বা আহতদের পাওয়া যায়নি। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, এসি বিস্ফোরণের আগুনে তারা দগ্ধ হয়েছেন।’

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খান বলেন, ‘কাঁঠালবাগান থেকে শিশুসহ চারজন দগ্ধ বার্ন ইউনিটে ভর্তি হয়েছে। এর মধ্য লিটনের শরীরের ৫০ শতাংশ, টুম্পার ২৫, লাইবার ১৭ ও লিবানের ৭ শতাংশ দগ্ধ হয়েছে।

নিউজওয়ান২৪.কম/এমজেড

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত