ঢাকা, ১১ নভেম্বর, ২০২৫
সর্বশেষ:

ঢাকায় ৪ স্থানে বিস্ফোরণ

নিউজওয়ান২৪ ডেস্ক

প্রকাশিত: ০১:৪৭, ১১ নভেম্বর ২০২৫  

রাজধানী ঢাকার আরও চারটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে। এছাড়া বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনের রাস্তা থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যার পর এসব ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, বাংলাদেশ বেতার গেটের সামনে, খিলগাঁও ফ্লাইওভার এলাকায়, মিরপুরের শাহ আলী মার্কেটের সড়কের পাশে এবং মৌচাক ক্রসিংয়ে একাধিক ককটেল বিস্ফোরণ হয়।

ডিএমপির রমনা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মো. আমজাদ বলেন, রাতে এনসিপির কার্যালয়ের সামনের সড়কে একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে। সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। এর থেকে বেশি তথ্য আমার কাছে নেই।

অন্যদিকে ডিএমপির শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাউল হক বলেন, আগারগাঁও এলাকার বাংলাদেশ বেতার গেটের সামনে সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে একটি ককটেল বিস্ফোরিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং বিস্ফোরিত ককটেলের খোসা উদ্ধার করেছে।

এদিকে দুষ্কৃতিকারীরা সন্ধ্যা ৬টার দিকে মৌচাক ক্রসিংয়ে একটি ককটেল নিক্ষেপ করে। এছাড়া, খিলগাঁও ফ্লাইওভারে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে আরও একটি ককটেল নিক্ষেপ করা হয়।

অপরদিকে মিরপুরের শাহ আলী মার্কেটের সড়কের পাশে দুষ্কৃতিকারীরা তিনটি ককটেল নিক্ষেপ করে। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি এলাকায় ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন
রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত