ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

নারায়ণগঞ্জে জেএমবির তিন ‘সদস্য’ আটক

আইন কানুন ডেস্ক

প্রকাশিত: ১৩:১৮, ২০ ফেব্রুয়ারি ২০১৭  

এ বাহিনীর গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, সোমবার ভোরে দুটি আলাদা অভিযানে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে বিস্ফোরক, অস্ত্র ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে জানিয়ে মুফতি মাহমুদ খান বলেন, “আমি যতদূর জানি, এদের মধ্যে দুই জন অস্ত্রের বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত।”

তবে ওই তিনজনের পরিচয় বা তাদের নারায়ণগঞ্জের কোন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানায়নি র‌্যাব।

দুপুরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ‌্য প্রকাশ করা হবে বলে মুফতি মাহমুদ জানিয়েছেন।

নিউজওয়ান২৪.কম

ইত্যাদি বিভাগের সর্বাধিক পঠিত