ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

ঢাবির প্রথম নারী সহকারী প্রক্টর সীমা ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৫, ৪ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ছাত্রলীগের সাবেক নেত্রী ও গ্রাফিক্স ডিজাইন বিভাগের সহকারী অধ্যাপক সীমা ইসলাম। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানই তাকে এ পদে নিয়োগ দেন। 

নিয়োগের পর গতকাল সোমবার সীমা ইসলাম আনুষ্ঠানিকভাবে কাজে যোগদান করেন। আর নিউজওয়ানকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী। তিনি বলেন, সীমা ইসলামকে উপাচার্য নিয়োগ দেয়ার পর গতকালই তিনি কাজে যোগ দিয়েছেন।

১৯২১ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর এবারই প্রথম কোনো নারী সহকারী প্রক্টর হিসেবে যোগদান করেন। এর আগে এ পদে কোনো নারী শিক্ষক ছিলেন না। তবে প্রক্টোরিয়াল বডিতে একজন নারী কর্মকর্তা ছিলেন।

সীমা ইসলাম রোকেয়া হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি চারুকলা অনুষদ থেকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পান। 

এর আগে, এ অনুষদ থেকে সহকারী অধ্যাপক রবিউল ইসলাম এ পদে দায়িত্ব পালন করেন।

নিউজওয়ান২৪/জেডএস

ইত্যাদি বিভাগের সর্বাধিক পঠিত