ঢাকা, ০১ নভেম্বর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

টানা দ্বিতীয়বার এএফসি চ্যাম্পিয়ন বাংলাদেশের কিশোরীরা

খেলা ডেস্ক

প্রকাশিত: ০০:১০, ২ মে ২০১৬   আপডেট: ০০:১৩, ২ মে ২০১৬

চ্যাম্পিয়ন বাংলাদেশ দল

চ্যাম্পিয়ন বাংলাদেশ দল

এএফসি অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবলের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার শিরোপা দখল করেছে বাংলাদেশ। আজ রবিবার তাজিকিস্তানের দুশানবের অ্যাভিয়েটর স্টেডিয়ামে একতরফা ফাইনালে ভারতকে ৪-০ গোলে বিপর্যস্ত করে বাংলার দামাল মেয়েরা।

চার গোলের মধ্যে রয়েছে তহুরার গৌরবদীপ্ত হ্যাটট্রিক। অপর গোলটি করে আনুচং।

বাংলাদেশ দল উভয় অর্ধে দুটি করে গোল করে। খেলার প্রথম মিনিটেই গোলের সূচনা করেন তহুরা। ৬৩ মিনিটে শেষ গোলটিও করে সে।

টুর্নামেন্টের গ্রুপ পর্বে এই ভারতকেই বাংলাদেশের কিশোরীরা হারিয়েছিল ৩-১ গোলে। এবারের দলটিই গত আ্সরে চ্যাম্পিয়ন হয় নেপালকে হারিয়ে।

নিউজওয়ান২৪.কম/আরএস

ইত্যাদি বিভাগের সর্বাধিক পঠিত