ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

জেএসসি ও জেডিসি পরীক্ষা ১ নভেম্বর শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৩, ২৯ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। পরীক্ষায় ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ পরীক্ষার্থী অংশ নেবে।

২৯ হাজার ৬৭৭টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা দুই হাজার ৯০৩টি কেন্দ্রে পরীক্ষা দেবে।

জেএসসি পরীক্ষা দেবে ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ শিক্ষার্থী। তাদের মধ্যে ছেলে ১০ লাখ ৪৩ হাজার ৭৫২ জন এবং মেয়ে ১২ লাখ ২৩ হাজার ৫৯১ জন।

অন্যদিকে, জেডিসি পরীক্ষা দেবে ৪ লাখ ২ হাজার ৯৯০ শিক্ষার্থী। তাদের মধ্যে ছেলে ১ লাখ ৭৯ হাজার ৯৮০ জন এবং মেয়ে   ২ লাখ ২৩ হাজার ১০ জন।

এবছর জেএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী ২ লাখ ৪৬ হাজার ৩৫৩ জন এবং জেডিসি পরীক্ষায় এ সংখ্যা ৩৪ হাজার ২৫১ জন।

জেএসসি পরীক্ষায় বিশেষ পরীক্ষার্থী (এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য) ২ লাখ ৩০ হাজার ৭৮৫ জন ও জেডিসি পরীক্ষায় ৩০ হাজার ৫৪৮ জন। এছাড়া, বিদেশের নয়টি কেন্দ্রে পরীক্ষা দেবে মোট ৫৭৮ জন শিক্ষার্থী। জেএসসি পরীক্ষা শেষ হবে ১৫ নভেম্বর, আর জেডিসি শেষ হবে ১৪ নভেম্বর।

গত বছর মোট ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন শিক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

নিউজওয়ান২৪/টিআর

ইত্যাদি বিভাগের সর্বাধিক পঠিত