চাকরির লোভ দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেয়া ৫ জন আটক
আইন-কানুন ডেস্ক
ভাল বেতনে চাকরি ও প্রতিষ্ঠানের অংশীদার হওয়ার লোভ দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের প্রধানসহ ৫ জনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- হারুন-অর-রশিদ ওরফে রামনাথ ঠাকুর (৫৬), মো. উজ্জ্বল চৌধুরী ওরফে জি. মোস্তফা কামাল (৪৭), মো. শামছুল আলম মজুমদার ওরফে কুপা শামছু (৪৮), মো. আমিনুল ইসলাম (৩৭) ও মো. মুকছেদুর রহমান আকন্দ ওরফে আল-আমিন (৩৮)। হারুন-অর-রশিদ ওই চক্রের মূল হোতা বলে জানিয়েছে পিবিআই।
শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে পিবিআইয়ের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এসব তথ্য জানানো হয়।
পিবিআইয়ের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মাইনুল হোসাইন জানান, প্রতারক চক্রটি বহুদিন ধরে ফাঁদ পেতে অনেক লোকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। অনেককেই ভাল চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নিত।
তিনি জানান, তাছাড়া অনেকের কাছ থেকে বড় বড় কোম্পানির শেয়ার হোল্ডার করার কথা বলেও টাকা নিয়েছে চক্রটি, যাদের কোম্পানির শেয়ার হোল্ডার করানোর কথা বলে তাদের বেশিরভাগই অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, ব্যাংকার ও সচিব।
এই চক্রের প্রতারণার বর্ণনা দিয়ে মাইনুল হোসাইন বলেন, প্রতারক চক্রটি নিজেদের ভুয়া একটি কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি), মার্কেটিং অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে তাদের প্রতিষ্ঠানে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিতেন। সেই সঙ্গে তারা তাদের প্রতিষ্ঠানের অংশীদার হওয়ার কথাও বলতেন।
তিনি বলেন, এই প্রতিষ্ঠানের অংশীদার হলে রামনাথ ঠাকুর নামে ভারতীয় এক বড় ব্যবসায়ীর সঙ্গে ব্যবসার সুযোগ পাবে বলে প্রলোভন দেখানো হত।
- বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম নারী শেখ হাসিনা
- সিরাজুল আলম খান রহস্য, একটি রাজনৈতিক বিতর্ক
- ঘটনা গুরুতর: প্রধান বিচারপতির উত্তরের আশায় পুরো বাংলাদেশ!
- পিরিয়ডের সময় যে খাবারগুলো ক্ষতিকর
- ‘ডোপ টেস্ট’ কী? জেনে নিন...
- দুর্লভ সাদা গোখরাটি জ্যান্ত গিলে খেল অপর সাপকে! (ভিডিও)
- মইনুলকে জানি না তবে মাসুদা ভাট্টি চরিত্রহীন: তসলিমা
- আহ! কাকের বাসা
- উন্মাদের পরিবেশ সচেতনতা কার্টুন প্রদর্শনী শুরু
- র্যাবের নয়া এডিজি কর্নেল আনোয়ার লতিফ খান, পিএসসি
- ৫ বছর আগের কার্টুনের বক্তব্য...
- বিবস্ত্র হয়ে ঘর পরিষ্কার, অতঃপর...
- কেমন যাবে আপনার আজকের দিন
- গরীবের কংকাল ঢাকে ধনবানের স্ফীত উদর!
- রওশনের বাবা নাকি এরশাদ?- প্রথম আলো

দৃষ্টিপ্রতিবন্ধীদের হাডুডু খেলা
টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের
চন্দ্রগ্রহণের সময় রাসুল (সা.) যে আমল করতেন
রাজধানীর সব বাস চলবে একক কোম্পানিতে