ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

আসল হিজড়া আপনারা

সাঈফ ইবনে রফিক

প্রকাশিত: ১৬:৪২, ৩০ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

১৯৯৫-৯৬ সাল। ক্যাডেট কলেজ থেকে বেড়িয়ে ঢাকায় নতুন। লোকাল বাসে হিজড়া উঠেছে। সামনের দিকে আমার সিট। টাকা দাবি করলো। বেকার কবির কাছে বাস ভাড়াটা আছে কোনো রকম। দুই হিজড়া আমার মাথায়, গালে, কাধে, রানে হাত বুলানো শুরু করলো। অশ্রাব্য সব কমেন্ট করছে। 

আশে পাশের যাত্রীরা হাসছে, মজা নিচ্ছে। লজ্জায় আমি শেষ। নিজেকে অসহায় লাগলো। ওড়না গলায় পেচিয়ে যে হিজড়াটা বড় বড় স্তন ঝাঁকাচ্ছে আমার সামনে, হঠাৎ দুই হাতে তার স্তন চেপে ধরলাম। না। প্রত্যাশিত মাংসখণ্ড নেই। মনে হলো কাপড় দলা পাকিয়ে টানটান করে সাজানো। চিৎকার করে উঠলাম, তুইতো হিজরা না, তুই ছেলে। সঙ্গের দুইটা ততক্ষণে বাস থেকে নেমে গেছে। 

আমাকে জোরে ধাক্কা মেরে পালিয়ে গেল লাস্যময়ী হিজড়াটাও। শুধু শুনলাম, কি জাউরা পোলারে বাবা! বিজয় সরণি সিগনাল ছেড়ে বাসটা ফার্মগেটের ছুটছে। নিরবতা ভাঙলেন পাশের যাত্রী। বললেন, ঠিক কাজটাই করেছেন। বললাম, ওটা হিজড়া না। ছেলেটা টাকার জন্য হিজড়া সেজেছে। আসল হিজড়া আপনারা সবাই, যারা এতক্ষণ মজা নিচ্ছিলেন।

লেখক: সাঈফ ইবনে রফিক, ফেসবুক স্ট্যাটাস থেকে

নিউজওয়ান২৪/টিআর

ইত্যাদি বিভাগের সর্বাধিক পঠিত