ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

চিরশান্তিতে থাকুন, রাতদুপুরে আরামের ঘুম ছেড়ে আসা সেই ডাক্তার

মো. ইমরুল হাসান

প্রকাশিত: ১৩:৪৯, ৭ নভেম্বর ২০১৬   আপডেট: ১৩:৫০, ৮ নভেম্বর ২০১৬

সেদিনের সেই স্কুলছাত্র ইমরুল ও পরম মমতায় তাকে সুস্থ করে তোলা সদ্যপ্রয়াত  ডা. এম আর খান (ডানে)

সেদিনের সেই স্কুলছাত্র ইমরুল ও পরম মমতায় তাকে সুস্থ করে তোলা সদ্যপ্রয়াত ডা. এম আর খান (ডানে)

১৯৭৯ সাল। শাহজাহানপুর রেলওয়ে প্রাইমারি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়া ছেলেটার অর্ধবার্ষিক পরীক্ষা চলছে। মাঝপথে জ্বরে আক্রান্ত হয়েও বেশ কটি পরীক্ষা দিল, কিন্তু সাধারণ জ্ঞানের মৌখিক পরীক্ষাটা দেওয়া হলনা জ্বরের তীব্রতায়। ছেলেটাকে ভর্তি করা হল রেলওয়ে হাসপাতালে।

চিকিৎসার পাশাপাশি অসুস্থতাও বেড়ে চলল ক্রমশঃ। টানা ১২/১৩ দিন জ্ঞানহীন থাকায় সবাই যখন শিশুটির বেঁচে ওঠার আশা ছেড়েই দিয়েছে- তখন তার এক ডাক্তার ফুফু তাকে নিয়ে গেলেন শিশু হাসপাতালে ওনার এক বন্ধুকে দেখাবেন বলে।

হাসপাতাল থেকে ফোন করে মধ্যরাতে বাসা থেকে হাসপাতালে ডেকে আনা হল ফুফুর সেই বন্ধু ডাক্তারকে।

গভীর মমতায়, পরম যত্নে ছেলেটিকে দেখলেন রাতদুপুরে আরামের ঘুম ছেড়ে আসা ডাক্তার। পরবর্তী চিকিৎসা চলল ওনারই তত্ত্বাবধানে। ধীরে ধীরে সুস্থ হতে লাগলো ছেলেটি।

মাস খানেকের চিকিৎসা শেষে ছেলেটি সুস্থ দেহে ফিরে এলো আপনজনদের মাঝে। তার মানসপটে স্থায়ী জায়গা করে নেওয়া ডা. এম আর খান নামের সেই মহৎ মানুষটি গতকাল (শনিবার, ০৫ নভেম্বর) চলে গেলেন অনন্তলোকের অন্তহীন গন্তব্যে। আর তার বিদায়ে সেদিনের সেই ছোট্ট ছেলেটি ব্যথাতুর হৃদয়ে এই স্ট্যাটাস লিখে চলেছে...

আল্লাহ্ রাব্বুল আলামীন আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, স্যার! 

লেখক: মো. ইমরুল হাসান [email protected]
নিউজওয়ান২৪.কম/একে

ইত্যাদি বিভাগের সর্বাধিক পঠিত