ঢাকা, ১২ অক্টোবর, ২০২৪
সর্বশেষ:

সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা যুবকের ছবি তুলছিলেন পথচারীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৫, ২৬ জানুয়ারি ২০২৩  


রাজধানীর হাতিরঝিল-সংলগ্ন রামপুরা ব্রিজের কাছে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ সময় দুর্ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়া থাকা যুবকের ছবি তুলতে দেখা গেছে পথচারীদের।

গতকাল বুধবার দিবাগত রাত সোয়া একটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইসরাক হোসেন যোশী (২৭)। তার বাসা রাজধানীর ওয়ারী এলাকায়। তিনি বাবার ব্যবসা দেখাশোনা করতেন।

হাতিরঝিল থানার ওসি আবদুর রশীদ বৃহস্পতিবার বলেন, ইসরাক গতকাল রাতে হাতিরঝিল-সংলগ্ন রামপুরা ব্রিজের কাছে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারান। এতে তার মোটরসাইকেলটি উল্টে যায়। তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন কয়েক পথচারী। দিবাগত রাত পৌনে দুইটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ইসরাককে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারীদের একজন মিজানুর রহমান। তিনি বলেন, ইসরাক রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে ছিলেন। তাকে পড়ে থাকতে দেখে লোকজন ভিড় করেন। কিন্তু কেউ তাকে উদ্ধার করে হাসপাতালে নিচ্ছিলেন না। কেউ আবার মুঠোফোনে ভিডিও করছিলেন, ছবি তুলছিলেন। পরে তিনিসহ কয়েক পথচারী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ছোট ভাই ইফতেখার হোসেন জানান, গতকাল রাতে গুলশানের নিকেতনে বন্ধুর বাসায় যাওয়ার কথা বলে ইসরাক বের হয়েছিলেন। তিনি ভুলে বাসায় তার মুঠোফোনটি রেখে গিয়েছিলেন। রাতে তার মুঠোফোনে ফোন এলে তারা দুর্ঘটনার খবর পান।

ইসরাক সপরিবার রাজধানীর ওয়ারীর ৮ নম্বর গুপি কিষান লেনে থাকতেন। তার বাবা ইমরান হোসেন। বাবার কেমিক্যালের ব্যবসা দেখতেন ইসরাক। তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন।

নিউজওয়ান২৪.কম/এসএ

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত