বৃহত্তম গোলাপি চাঁদ, দেখা মিলবে দিনে

জেনে নিন, আসন্ন সুপারমুনকে যে কারণে গোলাপি চাঁদ বলা হচ্ছে...
পৃথিবী রহস্যময়! এতে নানান কিছু ঘটে যায় দিনে ও রাতে। তবে এসব কিছুর আছে নির্দিষ্ট ক্ষণ বা সময়। যেমন : রাতে উঠে চাঁদ-তারা। দিনে দেখা মিলে সূর্যের। আর যদি এর ব্যতিক্রম কিছু হয়, দিনেও উঠবে চাঁদ! কি বিশ্বাস হচ্ছে না? তো চলুন দেখে নিই নিচের প্রতিবেদনটি-
চলতি বছরের এপ্রিলে ভারতের আকাশে দেখা মিলবে এক সুপারমুনের। তবে রাতের আকাশে সুপারমুনটিকে দেখা যাবে না। মুনটির দেখা মিলবে দিনের আকাশে।-খবর এনডিটিভির।
সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, দিনের আকাশে দেখার সম্ভাবনা সুপারমুনকে গোলাপি চাঁদ হিসেবে নামকরণ করা হয়েছে। ওই সুপার পিঙ্ক মুন পৃথিবী থেকে তিন লাখ ৫৬ হাজার ৯০৭ কিলোমিটার দূরে অবস্থান করছে। আর পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী গড় দূরত্ব তিন লাখ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার।
ওই প্রতিবেদনে আরো বলা হয়, সুপার পিঙ্ক মুনটি চলতি বছরের উজ্জ্বলতম ও বৃহত্তম পূর্ণিমা হতে চলেছে। সকাল বেলা চাঁদটি উঠায় অনেক ভারতীয়রা নাও দেখতে পারেন। তবে সরাসরি অনলাইনে দেখা যাবে।
তবে পূর্ণিমা হলেই সুপারমুন নাও হতে পারে, কারণ পৃথিবীর চারপাশে একটি উপবৃত্তাকারের কক্ষপথে ঘোরে চাঁদ। আমাদের গ্রহ থেকে আরো অনেক দূরে থাকলেও পূর্ণিমার পূর্ণ চাঁদ দেখা যেতে পারে।
CNET-র একটি প্রতিবেদন অনুযায়ী, ৮ এপ্রিলের সুপারমুন চলতি বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল সুপারমুন হবে।
আসন্ন সুপারমুনকে যে কারণে গোলাপি চাঁদ বলা হচ্ছে-
সাধারণত আমেরিকান অঞ্চল ও ঋতুগুলোর ওপর নির্ভর করে পূর্ণিমার চাঁদের নামকরণ করা হয়। প্রতিবেদন অনুযায়ী, গোলাপি ফুলের নামের ওপর ভিত্তি করে ‘গোলাপি চাঁদ’ নাম দেয়া হয়েছে। এ ফুল উত্তর আমেরিকার পূর্ব দিকে বসন্তকালে ফোটে। তবে এটি মোটেও চাঁদের রঙ নয়। সেখানে পুরো গোলাকার চাঁদকে স্প্রাউটিং গ্রাস মুন, ফিশ মুন ও এগ মুন নামে ডাকা হয়।
নিউজওয়ান২৪.কম/এমজেড
- বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম নারী শেখ হাসিনা
- ঘটনা গুরুতর: প্রধান বিচারপতির উত্তরের আশায় পুরো বাংলাদেশ!
- সিরাজুল আলম খান রহস্য, একটি রাজনৈতিক বিতর্ক
- ‘ডোপ টেস্ট’ কী? জেনে নিন...
- দুর্লভ সাদা গোখরাটি জ্যান্ত গিলে খেল অপর সাপকে! (ভিডিও)
- মইনুলকে জানি না তবে মাসুদা ভাট্টি চরিত্রহীন: তসলিমা
- বিবস্ত্র হয়ে ঘর পরিষ্কার, অতপর...
- কেমন যাবে আপনার আজকের দিন
- আহ! কাকের বাসা
- র্যাবের নয়া এডিজি কর্নেল আনোয়ার লতিফ খান, পিএসসি
- রওশনের বাবা নাকি এরশাদ?- প্রথম আলো
- উন্মাদের পরিবেশ সচেতনতা কার্টুন প্রদর্শনী শুরু
- ৫ বছর আগের কার্টুনের বক্তব্য...
- গরীবের কংকাল ঢাকে ধনবানের স্ফীত উদর!
- যিনি জুতো সেলান তিনি কবিতাও লেখেন!