ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

গরীবের কংকাল ঢাকে ধনবানের স্ফীত উদর!

কার্টুন ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৮, ১৯ এপ্রিল ২০১৬   আপডেট: ১৬:০৬, ২১ এপ্রিল ২০১৬

ধনী-গরীবের বৈষম্য চিরন্তন। ‘একদি দেশ গরীব কেন? কারণ, দেশটি গরীব’ অর্থনীতির এই জটিল তত্ত্বের আবর্তে দুনিয়া যতই ঘুরপাক খাক, গরীবের গরীবি দূর করতে ধনীরা খুব একটা তৎপর না- এটা অনেকটাই যেন মেনে নেওয়া সত্য।

তবে অনেকেই এটাও মনে করেন যে গরীবদের বা বিত্তহীনদের অবস্থার জন্য দায়ী মূলত ধনীরাই। তাদের পুরু বিত্তের চর্বির নিচেই চাপ পড়ে থাকে গরীবরা। কিংবা গরীবদের হাড় জিরজিরে অবয়বের ওপর ভর করেই স্ফীত হয়ে ওঠে ধনবানের বিত্তের উদর। অনেক ক্ষেত্রেই ধনীদের নির্মম শোষণই হয় অনেক মানুষের চিরকালীন গরীবির মূল কারণ। কথাটাই যেন মোটা দাগে ফুটে উঠেছে সম্প্রতি বিদেশি পত্রিকায় ছাপা কার্টুনটিতে।

নিউজওয়ান২৪.কম/একে

ইত্যাদি বিভাগের সর্বাধিক পঠিত