ঢাকা, ০১ নভেম্বর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

আ.লীগের জন্য এক আর সাধারণের অন্যরকম বিচার হচ্ছে: খালেদা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০০:৪৫, ২৪ জুন ২০১৬   আপডেট: ১০:০৪, ২৭ জুন ২০১৬

ঢাকা: কোনো বন্দুকযুদ্ধ নয়, রাজধানীর উত্তরার কলেজ ছাত্র ফাহিমকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার গুলশানের ইমানুয়েলস কনভেনশন হলে বিএনপি নেতৃত্বাধীন জোট শরিক লেবার পার্টি আয়োজিত ইফতার পার্টিতে এ দাবি করেন খালেদা জিয়া।

খালেদা তার বক্তব্যে বলেন, ফাহিম হত্যা- এটা সম্পূর্ণভাবে একটি সাজানো ঘটনা। কোনো ক্রসফায়ারে নয়, তাকে হত্যা করা হয়েছে। ফাহিমকে কোর্টে নিয়েছিল, এরপর কোর্ট তাকে রিমান্ডে দিয়েছে। রিমান্ডে নিয়ে সেদিনই শেষ রাতে তাকে হত্যা করা হয়েছে হ্যান্ডকাফ পরা অবস্থায়।

তিনি আরও বলেন, তার মানে যারা তখন দায়িত্বে ছিল- পুলিশ তাকে হত্যা করেছে।

উল্লেখ্য, গত ১৫ জুন মাদারীপুরে এক কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যাচেষ্টার সময় ঘটনাস্থল থেকে ফাহিমকে আটক জনতা। পরে পুলিশ তাকে আদালতে নিলে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড দেয় আদালত।

পরদিন সকালে মাদারীপুরের একটি চরে কথিত ‘বন্দুকযুদ্ধে’ফাহিম নিহত হন বলে পুলিশ কর্মকর্তারা জানান।

ঢাকার উত্তরার কলেজ ছাত্র ফাহিম ‘ইসলামী ছাত্র শিবিরের কর্মী’ ছিলেন জানিয়ে কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষক হত্যাচেষ্টার সময় তার ধরা পড়ার মধ্য দিয়ে ‘গুপ্তহত্যায়’ কারা জড়িত তা স্পষ্ট হয়েছে।

ঈদকে সামনে রেখে পুলিশের বিরুদ্ধে ‘গ্রেপ্তার বাণিজ্যের’ অভিযোগ তুলে খালেদা বলেন, ফাহিমকে হ্যান্ডকাফ পরা অবস্থায় পাওয়া গেছে। সে পুলিশের হেফাজতে মারা গেছে। আমাদের আইনজীবীদের এটা নিয়ে মুভ করা উচিৎ কীভাবে এই ছেলেটা মারা গেল।

খালেদা অভিযোগ করে বলেন, এই রমজান মাসে পর্যন্ত আমাদের দেশের ছেলে-পেলেরা নিজের বাসায় শান্তিতে সেহেরি করতে পারে না।

পুলিশের ‘গ্রেপ্তার বাণিজ্য’ প্রসঙ্গে তিনি বলেন, ব্যবসা চলছে, ঈদের আগে তাদের অনেক টাকা বানানো দরকার। তাদের স্ট্যান্ডার্ড হাই হয়ে গেছে। তাদের ভালো ভালো বাড়ি হচ্ছে, তারা ভালো ভালো খাবার-দাবার খাচ্ছেন। সরকার থেকে তাদের দেয় এবং অন্যদিকে তাদের পুশে রাখার জন্য তারা বাণিজ্য করে ব্যাপক অর্থ উপার্জন করছে। এই হচ্ছে অবস্থা।

সরকারের বিরুদ্ধে বিচার বিভাগকে দলীয়করণের অভিযোগ তুলে খালেদা বলেন, যারা বিচার বিভাগে আছেন তারা বুঝতে পারছেন এই বিভাগকে পুরো দলীয়করণ করে শেষ করে দিয়েছে। শুধু তাই নয়, আজকে সকলের জন্য সমান বিচার ও ন্যায়বিচার নেই। আওয়ামী লীগের জন্য এক রকম বিচার আর বিএনপিসহ বিরোধী দল ও সাধারণ মানুষের জন্য অন্যরকম বিচার হচ্ছে।

নিউজওয়ান২৪.কম/আরএন/এসএল

 

ইত্যাদি বিভাগের সর্বাধিক পঠিত