স্টিল্থ ফাইটারের বাজারে মার্কিন একচ্ছত্র অবসানে আসছে চীনা এফসি-৩১
বিশ্ব সংবাদ ডেস্ক

ফাইল ফটো
পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান স্টিল্থ ফাইটারের পরীক্ষা চালিয়েছে চীন। যোদ্ধাবিমানের ক্ষেত্রে পশ্চিমা দুনিয়ার একচ্ছত্র আধিপত্য খর্ব করতে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটি অনেকদিন ধরেই চেষ্টা চালিয়ে আসছে।
চীনের সরকারি সংবাদ সংস্থা সোমবার এ তথ্য জানায়।
নিজের ক্রমশ তাকতদার হয়ে ওঠা সামরিক শক্তিমত্তা প্রকাশে পশ্চিম প্রশান্ত মহাসাগরে সম্প্রতি এক সামরিক মহড়া চালায় চীন। সেই মহড়ায়ই অত্যাধুনিক ওই যুদ্ধবিমানের পরীক্ষা চালানো হয়। সেখানে মহড়ার জন্য প্রথমবার অবস্থান নেয় চীনা এয়ারক্রাফ্ট ক্যারিয়ার লিয়াওনিং।
এদিকে, চায়না ডেইলি জানায়, জে-৩১ এর নবীনতর এই সংস্করণের প্রথমবার উড্ডয়ন হয় গত শুক্রবার। তবে যুদ্ধযানটির নয়া নাম দেয়া হয়েছে এফসি-৩১ গিরফ্যালকন।
চীনের দাবি করা দুই ইঞ্জিন বিশিষ্ট ফিফ্থ জেনারেশনের এই যুদ্ধবিমান এফসি-৩১ বিশ্বে প্রযুক্তিগতভাবে সর্বাধুনিক যুক্তরাষ্ট্র নির্মিত এফ-৩৫ এর প্রতিপক্ষ বলে ধারণা করা হচ্ছে।
উড্ডয়ন বিশারদ উ পেইঝিনের বরাতে চায়না ডেইলি জানায়, ২০১২ সালের অক্টোবরে অভিষেক হওয়া সংস্করণের চেয়ে আক্রমণ ও প্রতিরক্ষায় প্রতিপক্ষকে ফাঁকি দিতে এফসি-৩১ এর রয়েছে উন্নততর সক্ষমতা (বেটার স্টিল্থ ক্যাপাবিলিটিজ), আরও অগ্রসর ইলেক্ট্রনিক উপকরণ এবং অধিক ভারবহনের ক্ষমতা।
উ আরও জানান, নয়া সংস্করণে যুদ্ধযানটির এয়ারফ্রেম, পাখা ও ভার্টিকাল টেইলে (উল্লম্ব লেজ) পরিবর্তন আনা হয়েছে। এর ফলে এর অবয়ব হয়েছে আগের চেয়ে সূক্ষ্ণ-সংকুচিত, হাল্কা এবং বেড়েছে নড়াচড়ার সক্ষমতা।
নিউজওয়ান২৪.কম-এ আরও পড়ুন ভারত ফরাসি রাফায়েল আনার আগেই চীন দেখাল জে-২০ এর ক্ষমতা
এফসি-৩১ এর নির্মাতা এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়নার (এভিআইসি) সহযোগী প্রতিষ্ঠান শেনইয়াং এয়ারক্রাফ্ট কর্পোরেশন।
এই ফাইটার বিমানগুলোর দাম পড়বে ৭০ মিলিয়ন ডলারের মতো। প্রতিবেদনে বলা হয়, ‘তুলনামূলক কম দামে উন্নতমানের পণ্য সরবরাহ’ করার এই কায়দায় চীন ইউরোফাইটার টাইফুনের মতো চতুর্থ প্রজন্মের ব্যয়বহুল যুদ্ধ বিমানের বাজার দখর করতে চাইছে।
এভিআইসি সূত্র দাবি করে, ফিফ্থ জেনারেশন ফাইটার জেটের বাজারে কিছু দেশের একচ্ছত্র আধিপত্যের যবনিকা টানতে যাচ্ছে এফসি-৩১।
চীন বর্তমানে তার অস্ত্রশিল্পের মানোন্নয়ন ও উৎপাদন বৃদ্ধিতে ব্যাগ্র মনোভাবে এগিয়ে যাচ্ছে। চীনা অস্ত্র কারখানাগেুলো ড্রোন ও এন্টি-এয়ারক্রাফ্ট সিস্টেম থেকে নিয়ে নিজেদের উদ্ভাবিত জেট ইঞ্জিনের উৎপাদনে ব্যস্ত সময় পার করছে।
তবে চীনা সমরাস্ত্রে উন্নয়নের দীর্ঘ চলমান প্রক্রিয়ায় অন্য পরাশক্তিগুলোর ডিজাইন নকল করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এর আগে রুশ যুদ্ধবিমানের ডিজাইন নকলের অভিযোগ রয়েছে দেশটির ওপর। আর এখন কিছু বিশ্লেষক বলছেন, চীনা এফসি-৩১ দেখতে এবং কাজে-কর্মে মার্কিন নির্মিত এফ-৩৫ এর প্রায় হুবহু।
নিউজওয়ান২৪.কম-এ আরও পড়ুন যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত চীনের ‘সোনালী ময়ুরী’
গত বছর মার্কিন সমরাস্ত্র বিশেষজ্ঞরা অভিযোগ করেন, চীনা হ্যাকাররা মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী লকহিড মার্টিনের নেটওয়ার্কে অনুপ্রবেশ করে এফ-৩৫ যুদ্ধবিমানের নকশা চুরি করেছে।
পর্যবেক্ষকদের মতে, ওই ডিজাইনের ওপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে এফসি-৩১।
যখন পুরোমাত্রায় নির্মিতি সম্পন্ন হবে তখন এফসি-৩১ হবে চীনা নির্মিত দ্বিতীয় ফিফ্থ জেনারেশন যুদ্ধবিমান। গত নভেম্বরে ঝুহাই এয়ারশোতে প্রদর্শিত জে-২০ হচ্ছে তাদের তৈরি এ ধরনের প্রথম এয়ারক্রাফ্ট। এএফপি, ডন.কম, তেহেলকা.কম
নিউজওয়ান২৪.কম/একে
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন