ঢাকা, ২৪ মে, ২০২৫
সর্বশেষ:

বেলুচিস্তানে মাজারে বিস্ফোরণে: নিহতের সংখ্যা বেড়ে ৫২

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৬:১৮, ১৩ নভেম্বর ২০১৬   আপডেট: ১১:৪৩, ১৬ নভেম্বর ২০১৬

গুরুতর আহত একজনকে অ্যমাবুলেন্স থেকে নামিয়ে হাসপাতালে নেওয়া হচ্ছে

গুরুতর আহত একজনকে অ্যমাবুলেন্স থেকে নামিয়ে হাসপাতালে নেওয়া হচ্ছে

পাকিস্তানের বেলুচিস্তানে সুফিবাদী শাহ নূরানি মাজারে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫২ জনে ঠেকেছে। এছাড়া শতাধিক আহতের কারও কারও অবস্থা এখনও গুরুতর রয়েছে। 

ঘটনার প্রথম দিকে ৪৩ জন নিহতের সংবাদ পাওয়া গিয়েছিল। পরে এই সংখ্যা বাড়ে।

গতকাল (শনিবার) বেলুচিস্তানের খুজদার জেলার পার্বত্য এলাকার ওই মাজারে মাগরেবের নামাজের পর এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিজের ভয়াবহ বিস্ফোরকধারী এক কিশোর আত্মঘাতী এই বিস্ফোরণ ঘটায় বলে জানা গেছে।

এএফপি জানায়, সন্ত্রাসী গোষ্ঠী আইএস এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।

আরও পড়ুন বেলুচিস্তানে সুফি মাজারে বিস্ফোরণে নিহত ৪৩, আহত শতাধিক

মাজারের খাদেম নওয়াজ আলী জানান, প্রতিদিন সন্ধ্যার পরে মাজারের ধামালে (সুফি মতবাদের ধর্মাচার) অনুষ্ঠিত হয়। তখন সেখঅনে প্রচুর লোক সমাগম হয়। শনিবারও একই সময়ে যেখানে ধামাল অনুষ্ঠিত হচ্ছিল সেখানে বিস্ফোরণ ঘটানো হয়।

এসময় সেখানে কমপক্ষে পাঁচ শ মানুষ ছিল।

প্রসঙ্গত, গত ২৫ অক্টোবর কোয়েটায় এক পুলিশ প্রশিক্ষণ স্কুলে জোড়া আত্মঘাতী বোমা হামলায় ৬১ জন নিহত হয়। ও্ ঘটনায় আহত হয় ১১৭ জন।
নিউজওয়ান২৪.কম/আরকে

 

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত