ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

ঠোঁট ফাটায় চিনির যে কাজ

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১২:৩৪, ২২ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

নানা স্বাদের রান্নায় কিংবা শরবত-জুসেও ব্যবহার হয় চিনি। চিনি আমাদের খাদ্য তালিকায় বহুল ব্যবহৃত একটি উপাদান। কিন্তু ঠোঁট ফাটায় চিনির ব্যবহারের কথা শুনে চমকে ওঠারই কথা। অবাক হলেও সত্যি, ঠোঁট ফাটা রোধে চিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

ঠোঁট ফাটা রোধে অবশ্য শুধু চিনি ব্যবহার করলে হবেনা। দরকার হবে আরও কিছু উপাদান। এসব উপাদান দিয়ে স্ক্রাব তৈরি করে ঠোঁটে লাগাতে হবে। 

যা যা লাগবে: চিনি, আমন্ড অয়েল, মধু, ভিটামিন ই ক্যাপসুল। 

যেভাবে বানাবেন: ১০ ফোঁটা আমন্ড অয়েল, ১ টেবিল চামচ চিনি, ১ টেবিল চামচ মধু ও একটি ভিটামিন ই ক্যাপসুলের তেল মেশান একসঙ্গে। মধু মেশানোর আগে সামান্য গরম করে নেবেন।

ব্যবহার বিধি: মিশ্রণটি ঠোঁটে ভাল করে ঘষুন। ৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ঠোঁটে জমে থাকা মরা চামড়া দূর করবে। 

স্ক্রাবটি বায়ু-নিরোধী বয়ামে সংরক্ষণ করতে পারেন। এরপর নিয়মিত ঠোঁটে ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করলে ঠোঁট ফাটা দূর হওয়ার পাশাপাশি ঠোঁট হবে নরম ও কোমল। 

নিউজওয়ান২৪/ইরু

লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত