জার্মান শহর মিউনিখে শপিংমলে নির্বিচার গুলি, ১০ জন নিহতের খবর
বিশ্ব সংবাদ ডেস্ক

মিউনিখের অলিম্পিয়া শপিং সেন্টারের সামনে সশস্ত্র পুলিশের সতর্ক অবস্থান
জার্মানির মিউনিখের এক শপিংমলে অজ্ঞাত অস্ত্রধারীর গুলিতে অন্তত দশজন নিহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনা বেশ কয়েকজন আহত হয়েছে। কোনো কোনো সূত্র অবশ্য নিহতের সংখ্যা ১৫ জন বলে দাবি করছে।
ডয়েচে ভেলে জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় বিকালে মিউনিখের অলিম্পিয়া শপিং সেন্টারে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনার পর পর মিউনিখে ট্রেন, ট্রাম ও বাসের একাধিক রুট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
মিউনিখ পুলিশ জানিয়েছে- অলিম্পিয়া শপিং মলে কঠিন পুলিশি অপারেশন চলছে। এজন্য লোকজনকে সেই এলাকা এড়িয়ে চলার অনুরোধ করা হয়।
এবিসি নিউজ জানায়, স্থানীয় সময় ঠিক সন্ধ্যা ছয়টার পর ওই শপিং মলে ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
সংবাদ সংস্থা এএফপি জার্মান পত্রিকা দ্য বিল্ড-এর বরাতে জানিয়েছে, গুলিবাজি শেষে হামলাকারী কাছের এক মেট্রো স্টেশনের দিকে পালিয়ে যায়। পুলিশ জনসাধারণকে অনুরোধ করেছে, অপারেশনের কোনো ছবি যেন সামাজিক মাধ্যমে পোস্ট না করা হয়। এতে করে হামলাকারী বাড়তি সুবিধা নিতে পারে।
পুলিশের মুখপাত্র ক্লাউডিয়া কুনজেল এবিসিকে জানান, গুলিবর্ষণকারী একজন না একাধিক তা নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, গত সোমবার জার্মানির বাভারিয়া রাজ্যের বুয়েজবার্গ এলাকায় স্থানীয় সময় রাত দশটায় এক ট্রেনে ছুরি ও কুড়াল হাতে হামলায় চার বা পাঁচ জন গুরুতর আহত হয়। পরে পুলিশের গুলিতে নিহত হয় ১৭ বছর বয়সী ওই অভিবাসী হামলাকারী। হামলাকারী আফগান না পাকিস্তানি তা নিয়ে অবশ্য অষ্পষ্টতা দেখা দেয়।
নিউজওয়ান২৪.কম/একে
জার্মানিতে ট্রেনে হামলাকারী আফগান নয়, পাকিস্তানি কিশোর!
জার্মানিতে ট্রেনে কুড়াল হামলা, পুলিশের গুলিতে নিহত আফগান
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন