ঢাকা, ২৪ মে, ২০২৫
সর্বশেষ:

জার্মানিতে ট্রেনে হামলাকারী আফগান নয়, পাকিস্তানি কিশোর!

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৩:২০, ২১ জুলাই ২০১৬   আপডেট: ১৩:২১, ২১ জুলাই ২০১৬

১৯ জুলাই আমাক প্রকাশিত ভিডিওতে ছুরি হাতে “মোহাম্মদ রিয়াধ” বা “রিয়াজ খান”

১৯ জুলাই আমাক প্রকাশিত ভিডিওতে ছুরি হাতে “মোহাম্মদ রিয়াধ” বা “রিয়াজ খান”

জার্মান কর্তৃপক্ষ মনে করছে বাভারিয়ায় ট্রেনের কামরায় কুড়াল আর ছুরি নিয়ে হামলাকারী কিশোর আসলে পাকিস্তানি, আফগান নয়।

গত সোমবার বাভারিয়ার বুয়েজবার্গ এলাকায় স্থানীয় সময় রাত দশটায় এক ট্রেনে এ হামলার ঘটনায় চার বা পাঁচ জন গুরুতর আহত হয়। পরে পুলিশের গুলিতে নিহত হয় ১৭ বছর বয়সী ওই অভিবাসী হামলাকারী। তখন এ ঘটনার সংবাদে বলা হয়েছিল, হামলাকারী নিহত কিশোর একজন আফগান শরনার্থী। কিন্তু গতকাল (বুধবার) বাভারিয়ান কর্তৃপক্ষ ওই কিশোরের জাতিগত পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করে জানায়, সে সম্ভবত একজন পাকিস্তানি।

গত মঙ্গলবার আইএস (ইসলামিক স্টেট) প্রকাশিত এক ভিডিওতে ওই কিশোরকে দেখা গেছে।

জার্মান টিভি জেডডিএফের এক প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান সিকিউরিটি সার্ভিসের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ২০১৫ সালে রাজনৈতিক আশ্রয় লাভের সুবিধার্থে জার্মানিতে প্রবেশকালে ওই কিশোর তার পাকিস্তানি পরিচয় গোপন করে নিজেকে আফগান হিসেবে পরিচয় দিয়েছে বলে তারা ধারণা করছে।

জেডডিএফ আরও জানিয়েছে, আইএসের ভিডিওতে দেখা গেছে ওই কিশোরের পশতু কথ্যরীতি আফগান নয়- পাকিস্তানি। জার্মান ভাষাবিদরা জানিয়েছেন, তার বাচনভঙ্গিও পরিস্কার ইঙ্গিত করছে- সে একজন পাকিস্তানি।

উল্লেখ্য, সম্প্রতি পবিত্র মসজিদে নববীর সামনেসহ সৌদি আরবের বিভিন্ন স্থানে বোমা হামলায় জড়িত থাকার সূত্রে ১৯ পাকিস্তানিকে গ্রেপ্তার করে কর্তৃপক্ষ।

এদিকে বাভারিয়ায় ট্রেনে হামলাকারী অভিবাসী ওই কিশোরের থাকার ঘর তল্লাশি করেও পাকিস্তানি প্রমাণপত্র পাওয়া গেছে বলে বৃহস্পতিবার ডন.কম পরিবেশিত খবরে বলা হয়।

এছাড়া জার্মানিতে প্রবেশকালে সে তার নাম লিপিবদ্ধ করেছিল “রিয়াজ খান” (Riaz Kahn) হিসেবে। কিন্তু আইএসের ভিডিওতে তার নাম বলা হয়েছে “মোহাম্মদ রিয়াধ” (Mohammed Riyadh)। উল্লেখিত ভিডিওটি আইএসের বলে নিশ্চিত করেছে জার্মান কর্তৃপক্ষ।

তারা আরও জানিয়েছে, হামলাকারীর ব্যবহার্য জিনসপত্রের মধ্যে হাতে আঁকা একটি আইএস পতাকা ও আত্মহত্যাসংশ্লিষ্ট একটি চিঠি পাওয়া গেছে।

এদিকে, আইএসের সংবাদ মাধ্যম আমাক নিউজ এজেন্সিও বাভারিয়াতে ট্রেনে হামলাকারী কিশোরকে আইএসের একজন যোদ্ধা হিসেবে ঘোষণা করেছে।

নিউজওয়ান২৪.কম/আরকে

জার্মানিতে ট্রেনে কুড়াল হামলা, পুলিশের গুলিতে নিহত আফগান

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত