ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

আবরার হত্যা মামলা দ্রুত নিষ্পত্তি হবে: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:০৭, ১৬ অক্টোবর ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার চার্জশিট দেয়ার পর দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। 

বুধবার সচিবালয়ে তার দফতরে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

আনিসুল হক বলেন, আবরার ফাহাদ হত্যায় ফৌজদারি মামলার এজাহার দিয়ে শুরু হয়েছে। এরপর তদন্ত শুরু হয়, যা চলমান। 

‘স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কিছুদিনের মধ্যেই অভিযোগপত্র দেয়া হবে। অভিযোগপত্র পেলেই আমরা পরবর্তী পদক্ষেপ নেব।’

অভিযোগপত্র গ্রহণের জন্য আইন মন্ত্রণালয় একটি বিশেষ প্রসিকিউশন টিম গঠন করতে যাচ্ছে বলেও জানান আইনমন্ত্রী। 

তিনি বলেন, এ হত্যা মামলার চার্জশিট দেয়ার পর দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেয়া হবে। এ জন্য প্রসিকিউশন টিম প্রস্তুত করা হচ্ছে।

নিউজওয়ান২৪.কম/এমজেড

আরও পড়ুন
আইন আদালত বিভাগের সর্বাধিক পঠিত