ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

মানবতাবিরোধী অপরাধে ত্রিশালের মুকুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০২, ২৩ জানুয়ারি ২০২৩  

ফাইল ফটো

ফাইল ফটো


মানবতাবিরোধী অপরাধের দায়ে ময়মনসিংহের ত্রিশালের মোখলেসুর রহমান মুকুলসহ (৬৫) ৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) এ রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মৃত্যুদণ্ড পাওয়া অন্য আসামিরা হলেন মো. সাইদুর রহমান রতন (৫৬), সামসুল হক বাচ্চু (৭০), শামছুল হক ফকির (৭৫), নুরুল হক ফকির (৭০), সুলতান ফকির ওরফে সুলতান মাহমুদ (৫৮), এবিএম মুফাজ্জল হুসাইন (৭০) ও নকিব হোসেন আদিল সরকার (৬৫)।

মৃত্যুদণ্ডের এ রায় দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম। তার সঙ্গে ছিলেন ট্রাইব্যুনালের অন্য ২ সদস্য বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কেএম হাফিজুল আলম।

মামলার ১, ৩ ও ৪ নম্বর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ২, ৫ ও ৬ নম্বর অভিযোগে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

নিউজওয়ান২৪.কম/রাজ

আরও পড়ুন
আইন আদালত বিভাগের সর্বাধিক পঠিত