ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

আতঙ্ক!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:২৬, ১৬ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

 

আপনা থেকেই কাঁচা ডিম সিদ্ধ হয়ে যাচ্ছে। বাড়ির সদস্যের মাথার চুল কেটে নিচ্ছে কেউ। খাবারে অতিরিক্ত লবণ। উধাও হচ্ছে টাকা। মোবাইল চুরি। 

হুগলির বৈদ্যবাটীর সরকার বাড়িতে অদ্ভূতুড়ে সব কাণ্ড।

একদিন, দু'দিন নয়। টানা আড়াই বছর। 'অশরীরীর তাণ্ডব' বৈদ্যবাটীর সরকার বাড়িতে। যে মোবাইল চুরি হয়, সে মোবাইল থেকেই আসে ফোন-SMS। নির্দেশ দেওয়া হয়, কী করতে হবে বা কী করতে হবে না। কে এমন করছে, তা জানতে অনেকবার ফাঁদ পেতেছিলেন সরকার পরিবারের সদস্যরা। না, কাউকেই তাঁরা দেখতে পাননি।

তবে কি ভূত? ওঝার দ্বারস্থ হয়েছিলেন। ওঝাও ভূত তাড়াতে পারেনি। শেষ পর্যন্ত তাই পুলিশের দ্বারস্থ পরিবার। ভূত নয়। এর পেছনে রয়েছে বাড়িরই কেউ। বা সরকার পরিবারের পরিচিত কেউ। এমনটাই বলছেন বিজ্ঞান আন্দোলনের কর্মীরা।

সূত্র: ইন্টারনেট

নিউজওয়ান২৪/আরএডব্লিউ

ইত্যাদি বিভাগের সর্বাধিক পঠিত