ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

এক মিনিটেই ঘরের সব ইঁদুর মরবে!

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১১:১৫, ২৩ ফেব্রুয়ারি ২০২০  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত


ইঁদুরের কারণে ঘরে জিনিসপত্র রাখাই দায়। রান্নাঘরেই এরা বেশি বসবাস করে। কখনো জামা কাপড় কেটে আবার কখনো কাগজপত্র ছোট্ট দাঁত দিয়ে কুটিকুটি করে থাকে ইঁদুর। 

ইঁদুরের যন্ত্রণায় নাজেহাল পুরো বাড়ি! 

কখনো ইঁদুর মারা মেশিন আবার বিষ দিয়েও এদের থেকে মুক্তি মেলে না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখানো হয় মাত্র এক মিনিটেই কীভাবে ইঁদুরের বিনাশ করা যায়। 

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বড় বালতিতে পানি নিয়ে একটি বড় বেলুন ফুলিয়ে সেটা পানির ওপরে পুরোটা ঢেকে বসিয়ে দেয়া হয় ৷ এবার এই বেলুনের চারপাশ দিয়ে শস্যদানা ঢেলে দিতে হবে। এবার ইঁদুররা যাতে সেই বালতির খাবার পর্যন্ত সহজেই যেতে পারে তার জন্য একটি রেক্লাইনার লাগানো হলো ৷ এখন অপেক্ষা ৷ 

খাদ্যকণার গন্ধ পেয়ে একে একে সব ইঁদুর হাজির হবে বালতির কাছে ৷ এরপর সব ইঁদুর যখন ওই বেলুনের ওপর চেপে বসবে তখনই ফেটে যাবে বেলুনটি। সঙ্গে সঙ্গে সবগুলো ইঁদুর বালতির পানির মধ্যে পড়ে মারা যাবে।

দেখে নিন ইঁদুর জব্দ করার উপায়>>>

নিউজওয়ান২৪.কম/এমজেড

লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত