ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

নির্বাচনী জোকস- প্রার্থিতা বাতিল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:২৫, ৮ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

নির্বাচন কমিশনের প্রার্থিতা বাতিলে খাতা নাম লেখালো জনৈক রাজনীতিবিদ।

কারন তিনি সেক্স-এর ঘরে লিখেছেন, ‘সপ্তাহে একবার’।

অন্য অনেকের মত তিনিও আপিল করলেন।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জনৈক রাজনীতিবিদকে তার ফর্মের ভুল জায়গাটা দেখিয়ে বললেন, ‘এটা কি লিখেছেন?’

রাজনীতিবিদ উত্তরের বললেন, আসলে আমি একটু অসুস্থ। তাই সপ্তাহে একবারের বেশি পারি না।

কর্মকর্তা তার নোটে লিখলেন, ‘বউয়ের কাছে ঋণ খেলাপী’। অতএব নমিনেশন বাতিল করা হোক।

ব্যাস হয়ে গেলো!!! 

 (সংগৃহীত)

নিউজওয়ান২৪/জেডএস

ইত্যাদি বিভাগের সর্বাধিক পঠিত