ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

উত্তরায় বৌদ্ধমন্দিরের পাশের খালে ৯৭ পিস্তল-হাজারের বেশি গুলি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:৩৫, ১৮ জুন ২০১৬   আপডেট: ১৬:০৬, ২১ জুন ২০১৬

প্যাগোডার পাশের খালে অস্ত্র উদ্ধার অভিযান

প্যাগোডার পাশের খালে অস্ত্র উদ্ধার অভিযান

রাজধানীর উত্তরার ১৬ নম্বর সেক্টরের দিয়াবাড়ি এলাকায় বৌদ্ধমন্দিরের (প্যাগোডা) পাশের খাল থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে আছে ৯৫টি চাইনিজ পিস্তল, ২টি দেশি পিস্তল, ২৫৫টি ম্যাগাজিন, এক হাজার রাউন্ড গুলি এবং ১০টি বেয়নেট।

শনিবার বিকেলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। ফায়ার ব্রিগেড হেডকোয়ার্টার্স থেকে দমকল পরিদর্শক মাহমুদুল হক জানান, তুরাগ থানার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার বেলা ২টায় অভিযান শুরু করা হয়। ফায়ার ব্রিগেডের ডুবুরি মনির ও মকবুলসহ ঢাকা ও গাজীপুরের আটজন ডুবুরি অস্ত্র উদ্ধার তৎপরতা চালান।

তুলনামূলক জনবিরল ওই এলাকায় এত বিপুল পরিমান অস্ত্র-গুলি কোথা থেকে কী করে এলো বা কারা এসব সেখানে রাখলো বা ফেলে গেল সে সম্পর্কে আপাতত কোনো তথ্য কেউ দিতে পারেননি।

অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে পুলিশ ও দমকল সূত্র জানিয়েছে। ইফতারের পর সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।

নিউজওয়ান২৪.কম/ডিএন

যেভাবে পাওয়া গেল উত্তরার খালে অস্ত্র-গুলির খোঁজ

আরও পড়ুন
অপরাধ বিভাগের সর্বাধিক পঠিত