ঢাকা, ২৪ মে, ২০২৫
সর্বশেষ:

আপাত শান্ত জর্ডানও এবার রক্তাক্ত, কানাডীয় পর্যটকসহ নিহত ১০

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১০:৫২, ১৯ ডিসেম্বর ২০১৬   আপডেট: ১০:৫১, ২০ ডিসেম্বর ২০১৬

কারাক এলাকার প্রাচীন দুর্গ

কারাক এলাকার প্রাচীন দুর্গ

সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হলো মধ্যপ্রাচ্যের আপাত শান্তশিষ্ট দেশ জর্ডানও। সিরিয়া, ইরাক ও ইসরাইলের প্রতিবেশি দেশটিতে রবিবারের এ ঘটনায় সাত পুলিশ সদস্য ও এক কানাডীয় পর্যটকসহ ১০ জন নিহত হন।
পরে নিরাপত্তা বাহিনীর পাল্টা তৎপরতায় হামলাকারী ৪ বন্দুকধারী নিহত হয় বলে জানায় আল জাজিরা।

সরকারি বার্তা সস্থা ত্রো জানায়, রাজধানী আম্মানের ১২০ কিলোমিটার দক্ষিণে দ্বাদশ শতকে ক্রুসেড যুদ্ধকালীন সময়ের এক প্রাচীণ দুর্গে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা পর পর বন্দুক হামলার কয়েকটি ঘটনা ঘটায়।
জর্ডানের নিরাপত্তা দপ্তর জানায়, সন্ত্রাসীদের আচমকা ও ধারাবাহিক ওই গোলাগুলির ঘটনায় ৭ জন পুলিশ সদস্য ছাড়াও নিহত হয়েছেন কানাডার এক নারী পর্যটক ও দুজন স্থানীয় ব্যক্তি। আহত হয়েছেন নিরাপত্তা কর্মকর্তা ও বেসামরিক নাগরিকসহ ২৭ জন।

নিরাপত্তা বাহিনীর এক বিবৃতিতে জানায়, গোলাগুলির সূত্রপাত ঘটে একটি বাড়িতে আগুন লাগার পর। অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশের টহল দল সেখানে গেলে বাড়ির ভেতর থেকে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি ছোড়ে।এতে এক পুলিশ সদস্য আহত হয় আর হামলাকারীরা দ্রুত একটি গাড়িতে করে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর বন্দুকধারীরা অপর একটি টহল দলের ওপর গুলি করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

একই সময়ে সিটাডেল নামের বিখ্যাত পর্যটন কেন্দ্রে অবস্থিত পুলিশ স্টেশনে হামলা চালায় বন্দুকধারীরা। এসময় বেশকিছু পুলিশ ও পথচারী হতাহত হয়।

জর্ডান পুলিশ জানায়, রোববার বিকেলে ‘কুৎসিত অপরাধ’ ঘটানো সন্ত্রাসীদের কয়েকজনকে হত্যা করা হয়েছে। বাকিদের সন্ধানে দুর্গ এলাকায় কম্বিং অপারেশন চলছে।

প্রসঙ্গত, আরব অঞ্চলের অনেক দেশই যখন সন্ত্রাস আর গৃহযুদ্ধ পরিস্থিতিতে টালমালাট তখন খুবই স্পর্শকাতর অবস্থান সত্ত্বেও জর্ডানে প্রায় নির্ঝঞ্ঝাট আর শান্ত আবহ বিরাজ করছিল। কিন্তু রবিবারের সন্ত্রাসী ঘটনা সেই শান্তশিষ্ট পরিবেশে যেন ছন্দপতন ঘটিয়েছে। প্রাচীন ঐতিহ্যমণ্ডিত ও কোরান-বাইবেলে বর্ণিত নবী-রসুলদের কারও কারও বিচরণনক্ষেত্র জর্ডানের অবস্থান সিরিয়া, ইরাক, সৌদি আরব ও ইসরায়েলের মাঝখানে।
নিউজওয়ান২৪.কম/একে  

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত