ঢাকা, ০১ নভেম্বর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

৪৫ বছরেই ‘মা’ অথচ বিয়েই করেননি তিনি!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:২০, ২৪ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

মা হলেন সিনেমা আর ছোট পর্দার মা সাক্ষী তানওয়ার। তবে কোন নাটক সিনেমায় নয়, তিনি এবার মা হলেন রিয়্যাল লাইফে। মেয়ের নাম রেখেছের দিত্যা।

এই প্রসঙ্গে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে সাক্ষী জানিয়েছেন, তার ঘরে এক লক্ষ্মী এসেছে। তাই মা লক্ষ্মীর নামানুসারে মেয়ের নামকরণ করেছেন তিনি।

সেই খবরে আরো বলা হয়েছে, ৯ মাসের দিত্যাকে দত্তক নিয়েছেন সাক্ষী। সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন, মাতৃত্ববোধকে জাগানোর জন্য বিয়ে করতেই হবে এমনটা একেবারেই নয়। তাই বিয়ে না করেই সন্তানের মা হয়েছেন তিনি।

সাক্ষী এও বলেন যে, পরিবার ও বন্ধুরাও সমর্থন করেছেন তার এই সিদ্ধান্তকে।

প্রসঙ্গত, সাক্ষী তানওয়ার প্রায় আট বছর ছিলেন ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী। আর এই পর্দার পাশাপাশি তিনি এখন সিনেমা মাধ্যমেও পরিচিত মুখ। ২০১৬ সালের ‘দঙ্গল’ ছবিতে তিনি ছিলেন গীতা ও ববিতা ফাগটের মা।

এ অভিনেত্রী টেলি জগতে পা রেখেছিলেন ২০০০ সালে ‘কাহানি ঘর ঘর কি’ সিরিয়ালের মাধ্যমে। তার পরে তার জীবনের আরো এক বড় সুযোগ আসে ২০১১ সালে ‘বডে আচ্ছে লাগতে হ্যায়’ টেলি সিরিয়ালে।

নিউজওয়ান২৪/জেডএস