মালায়ালাম হিরোকে ‘কপি` করলেন শাকিব খান!
শোবিজ ডেস্ক
ঢালিউড মেগাস্টার শাকিব খানের নতুন লুকে মুগ্ধতার পাশাপাশি এবার কপির গুঞ্জনে মেতেছে নেটিজেনরা। আলোচনা চলছে ভারতের মালায়ালাম অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারনকে একসময় এই লুকে ধরা দিয়েছিলেন। এতে প্রশ্ন উঠেছে তবে কি পৃথ্বীরাজের লুক নকল করলেন বাংলার কিং খান?
কালো সানগ্লাসে চোখ ঢাকা এবং তার গোঁফে যেন নজর সরানো মুশকিল হয়ে পড়েছে শাকিবভক্তদের।
এদিকে স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া দুই নায়কের দুটি লুক পাশাপাশি করলে দেখা যায়, শাকিব খান এবং পৃথ্বীরাজ সুকুমারন- দুজনকেই দেখা যাচ্ছে কালো রঙের ডেনিম জ্যাকেট বা শার্ট-জ্যাকেটে, যার ওপর সাদা সুতোর কনট্রাস্ট স্টিচিং করা। এই হাই-ভিজিবিলিটি স্টিচিং পুরো আউটফিটটিকে একটি অসাধারণ ডিজাইন এলিমেন্ট দিয়েছে, যা লুকে এনেছে এক অত্যাধুনিক বৈপ্লবিক ছোঁয়া। উভয়ের পোশাকের ডিজাইন এবং কাট প্রায় হুবহু এক।
দেখা যায়, দুজনের চশমা ও গোঁফ-এও মিল রয়েছে। পৃথ্বীরাজ-শাকিবের মুখেই রয়েছে তীক্ষ্ণ ও ঘন গোঁফ। সঙ্গে চোখে সানগ্লাস, যা তাদের লুককে রহস্যময় ও ড্যাশিং করে তুলেছে। তবে সানগ্লাসের কিছুটা পার্থক্য রয়েছে।
শাকিব খান ব্যবহার করেছেন এভিয়েটর স্টাইলের সানগ্লাস, যা তার চেহারায় যোগ করেছে ক্লাসিক নায়কোচিত ভাব। অন্যদিকে, পৃথ্বীরাজ প্রথম লুকে পরেছেন একটি টর্টসেল ফ্রেমের কালো লেন্সের সানগ্লাস। পরে অবশ্য তিনিও এভিয়েটর স্টাইলের চশমাও ব্যবহার করেন, যা সাদৃশ্যকে আরও স্পষ্ট করে তোলে।
শাকিবের আসন্ন সিনেমা ‘সোলজার‘-এর গল্পেও পৃথ্বীরাজের সিনেমার সঙ্গে মিল থাকবে কি না, সেক্ষেত্রেও এখন প্রশ্ন থেকে যায়। শাকিব খানকে ‘সোলজার’ সিনেমায় একজন সৈনিকের চরিত্রে দেশপ্রেমিক হিসেবে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়তে দেখা যাবে বলে জানা যায়। এই অ্যাকশন-থ্রিলার যেন অনেকটাই মিলে যায় পৃথ্বীরাজ সুকুমারনের আলোচিত সিনেমা ‘এল টু এমপুরান’- এর সঙ্গে।
মালায়ালাম সিনেমা ‘এল টু এমপুরান’-এর প্রচারে অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন এই একই লুকেই ধরা দেন। সেই সিনেমাটি ‘লুসিফার’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি ছিল। এ সিনেমাতে পৃথ্বীরাজ সুকুমারন অভিনয় করছেন জায়েদ মাসুদের চরিত্রে; যিনি হলেন ক্বুরেশি আব্রামের সিন্ডিকেটের একজন বেতনভুক্ত কমান্ডার । ‘লুসিফার’ সিনেমায় তাকে এই সিন্ডিকেটের সামরিক প্রধান হিসেবে দেখানো হয়েছিল।
- ‘ঝুমা বৌদি’র গোসলের ভিডিও ভাইরাল!
- মিয়া খলিফা’র আয়ের হিসাব
- নায়িকাদের প্রেমের গুঞ্জন নায়কের সঙ্গে, বিয়ে?
- পর্ন তারকা মিয়া খলিফা সম্পর্কে কিছু তথ্য...
- ‘গর্ভবতী’ প্রভা!
- ‘গর্ভবতী’ মেহজাবিন?
- স্বামী-স্ত্রী শাকিব বুবলী?
- ‘উরু সৌন্দর্য্যই’ শ্রীদেবীকে সুপারস্টার বানিয়েছে!
- যে জনপ্রিয়তাকে ছাড়িয়ে বলিউডে সিয়াম-পূজা
- হলিউডের এক্সএক্সএক্স-এ দীপিকা
- খোলামেলা প্রেম তাদের, চুমুতেও বিচলিত নন এ জুটি! (ভিডিও)
- পর্ন ইন্ডাস্ট্রির অজানা যত তথ্য
- ভাইরাল ঝুমা বৌদির নাচ! (ভিডিও)
- মাত্র একমাসে মহা মেধাবী বুবলী’র ভাই!
- শাকিবের ‘নয়া নায়িকা’ রোদেলা কী বিবাহিত?

ডেটিং অ্যাপে প্রেম, বিয়ে করতে ব্রাহ্মণবাড়িয়ায় এলেন চীনের যুবক
দেশের সর্বোচ্চ উঁচু পতাকাস্ট্যান্ডে উড়ল লাল-সবুজের পতাকা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
রাজধানীর সব বাস চলবে একক কোম্পানিতে