ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

৩০২৩৫ কোটি টাকার ২৮ প্রকল্প একনেকে অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৫৫, ৮ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩০ হাজার ২৩৫ কোটি টাকার ২৮টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

বুধবার রাজধানীর শের-ই-বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, একনেকে ২৮টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এসব প্রকল্পে ব্যয় হবে ৩০ হাজার ২৩৪ কোটি ৬০ লাখ টাকা।

এর মধ্যে সরকারি অর্থায়ন করা হবে ২৪ হাজার ৮৫৪ কোটি ৬৮ লাখ টাকা। প্রকল্প সাহায্য ৪ হাজার ৮৪০ কোটি ৭৫ লাখ টাকা। এছাড়া সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় করা হবে ৫৩৯ কোটি ১৭ লাখ টাকা।

নিউজওয়ান২৪/জেডএস

অর্থ-কড়ি বিভাগের সর্বাধিক পঠিত