ঢাকা, ২৩ আগস্ট, ২০২৫
সর্বশেষ:

৩ কারণে জামিন পেলেন পরীমনি

শোবিজ ডেস্ক

প্রকাশিত: ০০:৩৪, ১ সেপ্টেম্বর ২০২১  

পরীমনি

পরীমনি

মাদক মামলায় নায়িকা পরীমনিকে নারী, শারীরিক অসুস্থতা এবং অভিনেত্রী এই তিন বিবেচনায় জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে এসব বিবেচনায় তার জামিন মঞ্জুর করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: যে কারণে আজই জেলমুক্ত হচ্ছেন না পরীমনি

রবিবার (২৯ আগস্ট) উচ্চ আদালতের নির্দেশে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ পরীমনির জামিন শুনানির জন্য ৩১ আগস্ট দিন ধার্য করেন।

এর আগে, গত ২২ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে পরীমনির জামিন আবেদন করেছিলেন তার আইনজীবী মজিবুর রহমান। তখন আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন। পরে তার আইনজীবীরা এ নিয়ে হাইকোর্টে আবেদন করেন।

গত ৪ আগস্ট অভিযান চালিয়ে পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‌্যাব।