ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

১৬ হাজার টাকার দাবি...

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:১৫, ৭ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

তৈরি পোশাক খাতে নিয়োজিত শ্রমিকদের মোট মজুরি ১৬ হাজার টাকা করার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক সংহতি।

গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আক্তার বলেন, পোশাক শ্রমিকরা যে মজুরি পান, তা তাদের জীবন-যাপনের জন্য যথেষ্ট নয়।

নিম্নমানের জীবনযাত্রার কারণে তাদের নিজেদের ও পরিবাবের সদস্যদের শিক্ষা-স্বাস্থ্যসহ মৌলিক চাহিদাগুলো পূরণ করা অসম্ভব হয়ে দাঁড়ায় বলে জানান তিনি।

তাসলিমা আরো বলেন, তাই নূন্যতম মজুরি বাড়ানোর জন্য আমরা মালিক পক্ষকে সুপারিশ করেছি।

বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন সংগঠনটির অন্যান্য নেতারা।

নিউজওয়ান২৪/জেডএস

অর্থ-কড়ি বিভাগের সর্বাধিক পঠিত