ঢাকা, ২০ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

১/১১-এর সেই অর্থ ফেরত দেয়ার আদেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৯, ৬ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

১/১১ সরকারের সময় বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করা ৬১৫ কোটি টাকা ফেরত দেয়া সংক্রান্ত আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার (৬ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ১১টি প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে নেয়া ৬১৫ কোটি ৫৫ লাখ টাকা ফেরত দিতে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছিলেন আপিল বিভাগ।

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের করা আপিল খারিজ করে দিয়েছিলেন।

নিউজওয়ান২৪/এমএস

আরও পড়ুন
আইন আদালত বিভাগের সর্বাধিক পঠিত