ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

‘১লা ডিসেম্বর’ ফের মা হচ্ছেন ঈশিকা!

যাহিন ইবনাত

প্রকাশিত: ১৪:২০, ৯ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

টিভি নাটকের একসময়ের ব্যস্ততম অভিনেত্রী ঈশিকা খান। ১ ডিসেম্বর ফের মা হচ্ছেন তিনি! শুক্রবার ফেসবুক চ্যাটে এমনই তথ্য দেন তিনি নিজেই। 

ঈশিকা বলেন, আমি আবারো মা হতে যাচ্ছি, সেটা অনেকেই জানেন। তবে ডাক্তার একটি তারিখ নির্ধারণ করেছে। মহান আল্লাহর অশেষ রহমতে সব কিছু ঠিক থাকলে আগামী মাসে আমি মা হব (আগে-পরে হতে পারে)। সবাই আমার আগত বেবির জন্য আর আমার জন্য দোয়া করবেন।

এদিকে, ঈশিকার আগত সন্তানের ফলে বড় ভাই হচ্ছেন প্রথম সন্তান কেয়ান! 

ঈশিকার প্রথম সন্তান কেয়ানের জন্ম ২০১৬ সালের ডিসেম্বরে। তার সারাটা দিন মায়ের সঙ্গে কাটে। হাটে, খেলে ও গুটি গুটি পায়ে দৌড়াতেও পারে কেয়ান। তার সারাদিনের নানা দুষ্টুমি-হাসি-খেলার ছবি দর্শকদের দিতেও ভুল করেন না ঈশিকা। 

এদিকে, আগত সন্তানের খবরে উচ্ছ্বসিত মিডিয়ার অন্যান্য সদস্যরা। সে সঙ্গে মা হওয়ার খবরে তাকে শুভকামনা জানিয়েছেন তারা।

প্রসঙ্গত, ২০১৬ সালের মার্চে বিয়ে করেন ঈশিকা। তারপর নিজেকে অভিনয় থেকে বেশ দূরেই রাখেন তিনি। আর বর্তমানে লন্ডনে স্বামীর সঙ্গে ব্যস্ত সময় কাটাচ্ছেন ঈশিকা। 

আরো জানা গেছে, সব ঠিক থাকলে দুই বাচ্চা ও পরিবারকে সঙ্গে নিয়ে আগামী বছরের ফেব্রুয়ারিতে দেশে ফিরবেন ঈশিকা।

নিউজওয়ান২৪/জেডআই