ঢাকা, ২৪ মে, ২০২৫
সর্বশেষ:

‘হিন্দুত্ববাদী আরএসএস হচ্ছে জিন্নাহর মুসলিম লিগ’

বটতলা ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৩, ১৮ এপ্রিল ২০১৬   আপডেট: ০০:১৫, ২ মে ২০১৬

ভারতীয় কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য বর্ষীয়ান নেতা মোহসিনা কিদবাই কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘকে (আরএসএস) জিন্নাহর নেতৃত্বাধীন মুসলিম লিগের সঙ্গে তুলনা করেছেন।

বর্তমানে ভারতে ক্ষমতাসীন বিজেপি হচ্ছে আরএসএসের ঘনিষ্ঠ মিত্র ও সহযোগী।

মোহসেনা গত রোববার উত্তর প্রদেশের লখনৌতে এক অনুষ্ঠানে বলেন, আরএসএস সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানো আর ভাগাভাগির রাজনীতি করছে।

দলিতদের পুনর্জাগরণের মহান নেতা আম্বেদকরের জন্মদিন পালনকে কেন্দ্র করে আয়োজিত ভীমজ্যোতি যাত্রার সমাপ্তি দিনের ওই অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে রাজ্যসভার কংগ্রেস দলীয় সদস্য মোহসিনা বলেন, ১৯৪৭ সালে হওয়া দেশভাগের মূল দায়ভার মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বাধীন মুসলিম লিগের।

তার মতে, একইভাবে আরএসএস এখন ভারতে রাষ্ট্রীয় ও জাতিগত ভেদাভেদ-ভাগাভাগি তৈরিতে লেগে রয়েছে।

অনুষ্ঠানে সাবেক কংগ্রেসদলীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে বলেন, সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী বাবাসাহেব আম্বেদকরের জন্মদিন দেশজুড়ে ধূমধামের সঙ্গে পালনের সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য তিনি কংগ্রেসের এই দুই শীর্ষ নেতার প্রশংসা করেন।

তিনি বলেন, আম্বেদকরের প্রতিভার মূল্যায়ন করেছিলেন মহাত্মা গান্ধী ও জওহরলাল নেহেরু। দলিতদের জন্য সংসদে আলাদা হিস্যা দাবি করেছিলেন আমেব্দকর যার বিরোধিতা করেন গান্ধি। পরে তিনি আম্বেদকরের ইচ্ছাশক্তি আর প্রতি জনসমর্থন দেখে নিজের মত বদলান। গান্ধি তখন বলেন, আম্বেদকরই ভারতীয় সংবিধান রচনার উপযুক্ত ব্যক্তি।

উল্লেখ্য, বহুমুখী প্রতিভার অধিকারী বাবাসাহেব নামে খ্যাত ডক্টর ভীমরাও রামজি আম্বেডকর ছিলেন দলিত একজন ভারতীয় যিনি একাধারে ছিলেন ব্যবহারশাস্ত্রজ্ঞ (জ্যুরিস্ট), রাজনৈতিক নেতা, দার্শনিক, চিন্তাবিদ, নৃতত্ত্ববিদ, ঐতিহাসিক, বাগ্মী, বিশিষ্ট লেখক, অর্থনীতিবিদ, পণ্ডিত, সম্পাদক, রাষ্ট্রবিপ্লবী ও বৌদ্ধ পুনর্জাগরণবাদী। তিনি ভারতের সংবিধানের খসড়া কার্যনির্বাহক সমিতির সভাপতিও ছিলেন। তিনি ভারতীয় জাতীয়তাবাদী এবং ভারতের দলিত আন্দোলনের অন্যতম পুরোধা।

২০১২ সালে হিস্ট্রি টিভি১৮ আয়োজিত এক অনুষ্ঠানে ভারতীয়দের ভোটেই তিনি ‘শ্রেষ্ঠ ভারতীয়’।

১৮৯১ সালের ১৪ এপ্রিল জন্ম নেওয়া ভারতরত্ম আম্বেদকর ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর দেহত্যাগ করেন। সূত্র: নবভারত টাইমস, উইকিপিডিয়া

নিউজওয়ান২৪.কম/এসএল

 

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত