ঢাকা, ০১ নভেম্বর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

হাসপাতালে পূর্ণিমা, দুইদিন আইসিইউতেও ছিলেন তিনি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:০৬, ২৫ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পূর্ণিমার স্বামী আহমেদ ফাহাদ জামাল এই তথ্য নিশ্চিত করেছেন।

ফেসবুকে বিষয়টি জানিয়ে একটি পোস্ট দিয়েছেন পূর্ণিমার স্বামী। তিনি জানান, কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিল পূর্ণিমা। চিকিৎসকের শরণাপন্ন হলে জানা যায়, ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত সে। 

পরে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুইদিন আইসিইউতেও ছিল।

স্ট্যাটাসে তিনি আরো জানান, এরই মধ্যে চিকিৎসকরা জানিয়েছেন, ভয়ের কিছু নেই। তবে দুই সপ্তাহ তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়েছে। 

সবাই পূর্ণিমার জন্য দোয়া করবেন।

নিউজওয়ান২৪/জেডএস