ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

হাসপাতালে নারীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৪, ১৯ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)হাসপাতালের বেডে নিজের গলা কেটে শাহনাজ বেগম লিলি (৪২) নামে এক নারী আত্মহত্যা করেছেন। 

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) ভোর পৌনে ৫টায় বিএসএমএমইউর ক্যান্সার ভবনের ৫ তলার ৫২৭ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ার পর থেকে চিকিৎসা নিয়ে হতাশাগ্রস্ত ছিলেন লিলি।

জানা যায়, ২০১৩ সালে লিলির ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে। এরপর বিভিন্ন সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ ৯ ডিসেম্বর বিএসএমএমইউ হাসপাতালে ক্যান্সার বিভাগে ভর্তি হন।

ভাগ্নে হুমায়ুন কবির জানান, লিলি কিশোরগঞ্জ সদর উপজেলার পাটধা পাঠালিয়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। ২ ছেলের জননী লিলির স্বামী স্থানীয় ইউনিয়ন পরিষদের সচিব। তিনি নিজে স্থানীয় মাদ্রাসার সহকারী শিক্ষিকা ছিলেন।

মঙ্গলবার ভোরে নিজের গলায় ছুরিকাঘাত করে আত্মহত্যা করেন তিনি। এ সময় তার সঙ্গে থাকা বড় বোন সুরাইয়া বেগম ঘুমিয়ে ছিলেন।

হুমায়ুন কবির আরও জানান, ১ সপ্তাহ ধরে লিলি কিছুই খাচ্ছিলেন না। তার শরীরে শুধু স্যালাইন চলছিল। সোমবার তাকে কেমোথেরাপি দেয়া হয়েছিল।

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত