ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

হাইকোর্টের তৃতীয় বেঞ্চে শুনানি করতে চান না খালেদার আইনজীবীরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৩, ১৩ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

তিন আসনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রিট আবেদনের শুনানি হাইকোর্টের তৃতীয় বেঞ্চে করতে চান না তার আইনজীবীরা। বৃহস্পতিবার শুনানি ও নিষ্পত্তির জন্য বিষয়টি বিচারপতি জেবিএম হাসানের একক বেঞ্চে আসে।

বেলা ৩টায় আদালত বসলে খালেদার আইনজীবী এজে মোহাম্মদ আলী বলেন, ‌‘যে বেঞ্চ দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছে রীতি অনুযায়ী তা নিষ্পত্তির জন্য তার চেয়ে জ্যেষ্ট বিচারপতির বেঞ্চে যাওয়া প্রয়োজন। আমরা এজন্য যথাযথ বেঞ্চে যেতে চাই। আপনি মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিন।’

আদালত বলে, ‘আমি ইচ্ছে করলেই কি পাঠিয়ে দিতে পারব? আমাকে তো একটা আদেশ দিতে হবে। আবেদন দিন। কিসের ওপর আদেশ দেব।’

পরে আদালত সোমবার এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য এ দিন ধার্য করেন।

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
আইন আদালত বিভাগের সর্বাধিক পঠিত