ঢাকা, ২০ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

হাইকোর্টে হিরো আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩১, ৯ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

 

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন হিরো আলম। রোববার (৯ ডিসেম্বর) দুপুরে তিনি এ রিট করেন।

এর আগে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন হিরো আলম। যাচাই-বাছাইয়ের দিনে হিরো আলমের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।

কারণ হিসেবে তখন রিটার্নিং কর্মকর্তা বলেছিলেন, কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন নিলে তাকে তার নির্বাচনী এলাকার মোট ভোটারের এক শতাংশের স্বাক্ষর লাগে। আশরাফুল ইসলাম আলম ভোটারদের স্বাক্ষর সংবলিত যে তালিকা জমা দিয়েছেন, তা যাচাই করে স্বাক্ষরে গড়মিল পাওয়া যায়। 

এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন হিরো আলম। আপিলের শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন।

নিউজওয়ান২৪/ইরু

আরও পড়ুন
আইন আদালত বিভাগের সর্বাধিক পঠিত