হাঁস-মোরগের সঙ্গে মুক্তিযোদ্ধার বসবাস!
সিলেট প্রতিনিধি
ফাইল ছবি
সিলেটের বিশ্বনাথে জন্ম নেয় তালেব আলী। দেশের এ বীর সূর্যসন্তান জীবনের শেষ বয়সে এসে মানবেতর জীবনযাপন করছেন। বর্তমানে এ মুক্তিযোদ্ধার বসবাসের ঠাঁই হয়েছে হাঁস-মোরগের ঘরে।
উপজেলার সদর ইউনিয়নের তাতিকোনা গ্রামের মৃত ইছব আলীর ছেলে তালেব আলী। বর্তমানে তিনি বড় ভাইয়ের পরিবারের সঙ্গে অনেকটা নিঃস্ব জীবন-যাপন করছেন। কেউ খবর রাখছে না এই মুক্তিযোদ্ধার।
স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা তালেব আলীর জন্ম ১৯৩২ সালের ১২ মে (জাতীয় পরিচয়পত্র অনুযায়ী) উপজেলার তাতিকোনা গ্রামে। ২৮ বছর বয়সে তিনি দেশমাতৃকার টানে ঝাঁপিয়ে পড়েন মহান মুক্তিসংগ্রামে। মীর শওকত আলীর নেতৃত্বাধীন ৫নং সেক্টরের ভোলাগঞ্জ হতে ছাতক পর্যন্ত অঞ্চলে যুদ্ধ করেন। তার মুক্তিবার্তা নং ০৫০১০৯০০৩২। গেজেট নং ১৪৬৩।
সরেজমিনে এই মুক্তিযোদ্ধার বাড়ি গিয়ে দেখা যায়, বড় ভাই তৈয়ব আলীর পাকা বসতঘরের একটি নোংরা ও দুর্গন্ধময় কক্ষে ময়লা বিছানায় শুয়ে আছেন তালেব আলী। যে কক্ষটিকে হাঁস-মোরগের বাসস্থান হিসেবেই ব্যবহার করা হয়। সালাম দিতেই বহু কষ্টে উঠে বসলেন। কথা হলো স্ত্রী-সন্তানহীন জাতির এই সূর্যসন্তানের সঙ্গে।
তিনি জানান, আগে বাড়ির পূর্ব দিকের একটি ঘরে বসবাস করতাম। একবার ডাকাতের কবলে পড়ে ভয়ে বড় ভাইয়ের বসত ঘরে চলে আসি।
হাঁস-মোরগের ঘরে কেন? -এমন প্রশ্নে তালেব আলী বলেন, আর কোনো কক্ষ খালি না থাকায় আমিই স্বেচ্ছায় এই ঘরটিকে বেছে নিয়েছি। নিজের একটি ঘরের জন্য অনেকের কাছে ছুটে গিয়েছি। কোনো সাড়া পাইনি। আমার নিজস্ব জায়গা আছে। সরকার যদি সেখানে একটি ঘর নির্মাণ করে দিত, তাহলে শেষ বয়সে অন্তত নিজের ঘরে বসবাস করতে পারতাম।
বড় ভাই তৈয়্যব আলী জানান, তালেব আলী জোর করেই ওই ঘরে থাকছেন। তবে, তারা তাকে ঠিকমতোই দেখাশোনা করছেন বলে জানান। মুক্তিযুদ্ধ শেষে বাড়িতে ফিরে দুবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও টিকেনি তার সংসার।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী বলেন, বড় ভাইয়ের পাকা বসতঘরে তো তালেব আলীর জায়গা পাওয়ার অধিকার আছে। একটি ভালো কক্ষে অথবা যে কক্ষে বর্তমানে আছে, সেটাকে বাস উপযোগী করে তাকে ভালোভাবে জীবনযাপন করতে দেয়া তার পরিবারের দায়িত্ব। এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
ইউএনও অমিতাভ পরাগ তালুকদার বলেন, বীর মুক্তিযোদ্ধা তালেব আলীর বাড়ি সরেজমিন পরিদর্শন করে এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেয়া হবে।
নিউজওয়ান২৪/জেডএস
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ