ঢাকা, ১০ মে, ২০২৫
সর্বশেষ:

হত্যার পর খাশোগির আঙুল চেয়েছিলেন যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৮, ২৪ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

সাংবাদিক জামাল খাশোগি হত্যার মিশন সফল হয়েছে তা প্রমাণ করতে ঘাতক দলের সদস্যরা তার একটি আঙুল সৌদি আরবে নিয়ে গিয়েছিল। দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ আদেশ দিয়েছিলেন বলে জানিয়েছে রাজ পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র। তেহরান টাইমস এ তথ্য প্রকাশ করেছে।

বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলে হয়েছে, খাশোগির মৃতদেহের কাটা আঙুল সৌদি যুবরাজের কাছে উপস্থাপন করা হয়েছিলো। রাজ পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, যুবরাজ সালমান সবসময়ই বলে থাকেন, যেসব লেখক তার সমালোচনা করবেন তাদের আঙুল তিনি কেটে ফেলবেন। খাশোগির সঙ্গে এমনটাই ঘটেছে।

গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেট থেকে নিখোঁজ হন সৌদি সাংবাদিক জামাল খাশোগি। সৌদি রাজ পরিবার খাশোগিকে হত্যা করেছে বলে প্রথম দিন থেকেই অভিযোগ করে আসছিল তুরস্ক। সৌদি সরকার শুরুতে ওই অভিযোগ প্রত্যাখ্যান করছিল। তবে আন্তর্জাতিক চাপের মুখে গত শুক্রবার তারা জানায় তাদের কনস্যুলেটেই মৃত্যু হয় খাসোগির। তবে খাশোগির মৃতদেহ কোথায় আছে, সে বিষয়ে কিছু জানায়নি তারা।

নিউজওয়ান২৪/এমএস

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত