ঢাকা, ১০ মে, ২০২৫
সর্বশেষ:

হত্যার আগে খাশোগির সঙ্গে ফোনালাপ হয় সৌদি যুবরাজের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৭, ২২ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে থাকা প্রথিতযশা সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে তুরস্কের ইস্তানবুলে কনস্যুলেটের ভেতর হত্যার আগে তার সঙ্গে ফোনালাপ করেছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। 

এমন দাবি করে রোববার খবর প্রকাশ করেছে তুরস্কের সরকারপন্থি দৈনিক ইয়েনি সাফাক। দ্য নিউ আরবের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

পত্রিকার খবরে বলা হয়েছে, কনস্যুলেটের ভেতর সৌদি টিম খাশোগিকে আটক করার পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তাকে কল দেন। এসময় খাশোগিকে রিয়াদে ফিরে আসার ব্যাপারে বোঝানোর চেষ্টা করেন সৌদি যুবরাজ।

খবরে আরো বলা হয়, সৌদি ফিরে গেলে গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডের শিকার হতে পারেন এমন আশঙ্কায় সৌদি যুবরাজের প্রস্তাব প্রত্যাখ্যান করেন খাশোগি। এরপরই মূলত গুপ্তঘাতকদের ওই টিম খাশোগিকে হত্যা করে।

তুর্কি পত্রিকাটির এমন খবর রিয়াদের দাবির সঙ্গে সাংঘর্ষিক। কারণ রিয়াদের দাবি, খাশোগি হত্যাকাণ্ডের সঙ্গে সৌদি যুবরাজের কোনও ভূমিকা নেই।

উল্লেখ্য, সৌদি যুবরাজ সালমানের কট্টর সমালোচক ছিলেন জামাল খাশোগি। আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে থাকা প্রথিতযশা এই সাংবাদিক তার তুরস্কে থাকা বান্ধবীকে বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আনতে গত ২ অক্টোবর (মঙ্গলবার) তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কনস্যুলেটে যান। কিন্তু সেখান থেকে তিনি আর ফিরে আসেননি। কনস্যুলেটে প্রবেশের পর খাশোগিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছিলো।

গত ২ অক্টোবর ঘটনার পর থেকে অস্বীকার করে আসলেও ১৯ অক্টোবর (শুক্রবার) প্রথমবারের মতো এক বিবৃতিতে বিষয়টি স্বীকার করে সৌদি।

এক বিবৃতিতে সৌদি জানায়, কনস্যুলেট কর্মকর্তাদের সাথে তর্ক-বিতর্ক ও মারামারির একপর্যায়ে মারা যান খাশোগি।

নিউজওয়ান২৪/এমএস

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত